প্রচণ্ড ঠাণ্ডা উপেক্ষা করে নাভালনির পক্ষে রাশিয়ায় জনতার বিক্ষোভঃ ৩ হাজারের বেশী গ্রেপ্তার

 
আইরিশ বাংলাপোস্ট ডেস্কঃ রাশিয়ার শক্তিশালী বিরোধী নেতা আলেক্সি নাভালনির মুক্তির দাবিতে দেশব্যাপী প্রতিবাদ হয়েছে গত রোববার। রাশিয়ার পুলিশ ৩,০০০ এরও বেশি বিক্ষোভকারিকে গ্রেপ্তার করেছে। রাশিয়ার ৬০ টিরও বেশি শহরে অভূতপূর্ব এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হিমশীতল -৫০ ডিগ্রি সেলসিয়াস ঠাণ্ডা উপেক্ষা করে জনগণ শহর থেকে শহরে পথে বেরিয়ে আসে। এই অভূতপূর্ব দৃশ্য দেখে অনেকেই ভাবছেন রাশিয়ায় নাভালনীর প্রভাব বলয় যথেষ্ট শক্তি অর্জন করেছে। 

মস্কোয়, আনুমানিক ১৫ হাজার বিক্ষোভকারী শহরের কেন্দ্রস্থল, পুশকিন স্কয়ারের আশপাশে জড়ো হলে, পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। হেলমেটধারী পুলিশকে বিক্ষোভকারী টিন হেঁচড়ে বাসে ও ট্রাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। পুলিশ বিক্ষোভকারিদের লাঠিপেটা করছিলো। গ্রেপ্তারকৃতদের মধ্যে নাভালনির স্ত্রী ইউলিয়াও ছিলেন।

সরকারী দমন পীড়ন এবং রাষ্ট্রীয় মেডিয়ায় উপেক্ষিত হওয়া সত্ত্বেও রাশিয়া সরকারের বিরুদ্ধে নাভালনির দুর্নীতি বিরোধী আন্দোলন একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেছে বলেই অনুমিত হচ্ছে। 


১৭ই জানুয়ারী ২০২১, জার্মানি থেকে মস্কোতে ফিরে এলে নাভাল্নিকে এয়ারপোর্টেই গ্রেপ্তার করা হয়ে। মারাত্নক নার্ভ এজেন্ট প্রয়োগে বিষক্রিয়ায় আক্রান্ত নাভালনি বিগত পাঁচ মাস জার্মানীতে চিকিৎসার পর মৃত্যুর হাত থেকে ফিরে আসেন, সেখানে তিনি ক্রামলিনকে তাকে বিষপ্রয়োগ করে হত্যা প্রচেষ্টার জন্য দায়ী করেন। রাশিয়ার সরকারী কর্তৃপক্ষ এই দাবী অস্বীকার করেছে। 

রাশিয়ার কর্তৃপক্ষ বলছে, জার্মানিতে তার অবস্থান ২০১৪ সালে তার অপরাধের স্থগিত সাজার শর্ত লঙ্ঘন করেছে, আর নাভালনি বলেছেন যে এই দণ্ডটি সাজানো অভিযোগের কারণে হয়েছিল। 

নাভালনি তার আশু বিপদের কথা জেনেও দেশে ফিরে গিয়ে বন্দিদশা গ্রহণ করেছেন আর তার পক্ষে এই অভাবিত আন্দোলন সরকারপক্ষকে কিছুটা হলেও ভাবিয়ে তুলেছে। তবে বিশ্বব্যাপী নাভালনি পরিচিত পেয়েছেন এবং তার একটি বৈশ্বিক ভাবমূর্তিও তৈরী হয়েছে বলে অনেকেই মনে করছেন। 

SHARE THIS ARTICLE