আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আকস্মিক ঢাকা সফরে আসা ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
মঙ্গলবার রাত আটটায় শুরু হয়ে প্রায় এক ঘন্টা এ বৈঠক চলে গণভবনে। বৈঠকে করোনা ভাইরাস মহামারি পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বাণিজ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
রাতে বৈঠক শেষে ভারতীয় কূটনৈতিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। তবে বৈঠকের পর কোন আনুষ্ঠানিক ব্রিফিং করা হয়নি।
এই কূটনৈতিক সূত্র জানায়, সৌজন্য সাক্ষাতে সহযোগিতা আরও বৃদ্ধিতে দিল্লীর বার্তা পৌঁছে দিতেই এ সফরে এসেছেন বলে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। হর্ষ বর্ধন শ্রিংলা জানান, গত মার্চে মুজিব বর্ষের উদ্বোধনী পর্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদান করোনার কারণে স্থগিত করতে হয়। তবে ভার্চুয়ালি দুই দেশের মধ্যে যোগাযোগ ছিল। এ সময়ে উচ্চ পর্যায়ে সফর না হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে পাঠিয়েছেন। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী দুই দেশ যৌথভাবে উদযাপন করবে। রোহিঙ্গা ইস্যুতে ভারতের সহযোগিতামূলক ভূমিকা অব্যাহত থাকবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান ভারতের পররাষ্ট্র সচিব।
সূত্র জানায়, সৌজন্য সাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত দশটি লোকোমোটিভ ইঞ্জিন প্রদান করায় ধন্যবাদ জানান। করোনার কারণে দুই দেশের মানুষে-মানুষে যোগাযোগ বন্ধ থাকলেও কীভাবে তা শুরু করা যায় তা নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে রেল চলাচল করছে। দুই দশের মধ্যে বিমান যোগাযোগ চালুর বিষয় নিয়েও আলোচনা হয়।
সূত্র আরও জানায়, দুই দ্বিপাক্ষিক ইস্যু ছাড়া আঞ্চলিক কোন বিষয় নিয়ে সৌজন্য সাক্ষতে আলাপ হয়নি। বৈঠকে দুই নিবিড় বন্ধু প্রতিবেশী দেশের মধ্যে বাণিজ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, নিরাপত্তাসহ প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।