ফেনীর দক্ষিন কাশিমপুরে ফ্রী মেডিকেল ক্যাম্প ও সুন্নতে খৎনা

এন এন জীবন, ফেনী থেকেঃ ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের দক্ষিণ কাশিমপুরের রশিদ – আনোয়ারা মেমোরিয়াল ফাউন্ডেশন ও ফ্রী চিকিৎসা কেন্দ্রের বর্ষপূর্তি উপলক্ষে মসজিদ উদ্বোধন, মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে সুন্নতে খৎনা এবং ঔষধ প্রদান করা হয়েছে।

শুক্রবার ২৪ ফেব্রুয়ারি সকালে দক্ষিণ কাশিমপুর ফ্রী চিকিৎসা কেন্দ্রে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন। আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম কায়সার, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক লিটন, স্টার লাইন গ্রুপের ভাইন চেয়ারম্যান জাফর উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ও বাংলাদেশ টেলিভিশন এর ফেনী জেলা প্রতিনিধি দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ।

May be an image of 5 people, people standing and people sitting

স্বাগত বক্তব্য রাখেন ফ্রী চিকিৎসা কেন্দ্র ও ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডা. খুরশীদ আলম।দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রনজিত কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য শাহআলম বাবুল, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক স্বদেশপত্রের সম্পাদক এন এন জীবন, ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষক পরিষদের সভাপতি জি.এম তাজউদ্দিন পলাশ, বন্ধুর বন্ধন ফেনীর সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভূঞা পারভেজ, দক্ষিণ কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, শফিউল আলম, মো. রফিকুল ইসলাম ও আবুল কাশেম প্রমুখ।

May be an image of 4 people, people sitting, people standing and indoor

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন। ফ্রী মেডিকেল ক্যাম্পে বাত ব্যাথা, গাইনী, মেডিসিন, শিশুসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ প্রায় পাঁচ শতাধিক গরীব অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও জরুরি ঔষধ প্রদান করেন। এছাড়াও ২০জনকে বিনামূল্যে সুন্নতে খৎনার পর ঔষধ প্রদান করা হয়েছে।

এর আগে অতিথিবৃন্দ ফাউন্ডেশন এর অর্থায়নে নির্মিত মসজিদের উদ্বোধন করেন। উল্লেখ, ডা. খুরশীদ আলম তাঁর নিজ এলাকা দক্ষিণ কাশিমপুরে “রশিদ-আনোয়ারা মেমোরিয়াল” ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রতি মঙ্গলবার বিনামূল্যে গরীব, অসহায় রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন।

SHARE THIS ARTICLE