
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্ক: সৌদি আরবে করোনার সংক্রমণ ঠেকাতে সরাসরি প্রবেশের ক্ষেত্রে ২০টি দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে দেশটির সরকার। গতকাল মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার এজেন্সি নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর আরব নিউজের।
গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ ছাড়া এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ২০ দেশের নাগরিকদের ওপর সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
এই দেশগুলো হলো আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত ও জাপান।
সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই সিদ্ধান্ত তাদের জন্য প্রযোজ্য হবে যেসব প্রবাসী নিজ দেশ থেকে করোনার দুইটি ডোজ টিকা নিয়েছেন। তবে এটি সৌদি নাগরিক, বিদেশী কূটনীতিক, ডাক্তার ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রযোজ্য হবে না।
আরব নিউজের প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ এমন সময়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যখন দেশটিতে গতকাল মঙ্গলবার সাতজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মহামারি করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ হাজার ৪৯৭ জন মারা গেছেন।
এদিকে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় দেশটিতে কমপক্ষে ৪০ জন ব্যক্তিকে আটক করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা এক সাথে ২০ জনের অধিক সমবেত না হওয়ার নিষেধাজ্ঞা ভেঙেছে।
এদিকে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় সিনোফার্ম বা সিনোভ্যাকের টিকা নেওয়াদের সে দেশে প্রবেশের অনুমোদন দিয়েছে। তবে, সেক্ষেত্রে তাদের সৌদিতে অনুমোদিত একটি টিকার বুস্টার ডোজ নিতে হবে।
চীনা টিকা নিয়ে বাংলাদেশিদের সৌদিতে হজ বা ওমরাহর জন্য যাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এখন চীনা টিকা নিয়েও সৌদি আরবে প্রবেশ করা যাবে।