বাইডেনের সাথে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফরে জেলেন্সকি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির স্থানীয় সময় বুধবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবতরণ করেন। তিনি পরে বেলা ২টার দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের জন্য হোয়াইট হাউসে পৌঁছান।

এর আগে মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইউক্রেনের নেতা বলেন, তিনি যুক্তরাষ্ট্রের জনগণ, প্রেসিডেন্ট জো বাইডেন এবং কংগ্রেসকে তাদের ‘অত্যন্ত প্রয়োজনীয় সমর্থনের জন্য’ ধন্যবাদ জানাতে ওয়াশিংটনে গিয়েছেন।  

বার্তায় জেলেনস্কি বলেন, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য যুক্তরাষ্ট্রের নেতা ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

তিনি আরো বলেন, ‘আগামী বছর আমাদের অবশ্যই ইউক্রেনের পতাকা এবং স্বাধীনতা আমাদের সমগ্র ভূমিতে, আমাদের সমস্ত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। ’

বার্তাটির সঙ্গে জেলেনস্কির বিমান থেকে নামার এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে দেখা করার ছবি ছিল।

ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন হামলা শুরু করার পর এটাই জেলেনস্কির প্রথম বিদেশ সফর।

যুক্তরাষ্ট্র চলমান যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। মানবিক, আর্থিক এবং নিরাপত্তা সহায়তার জন্য দেশটি ৫০ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। সূত্র: বিবিসি

SHARE THIS ARTICLE