বার্মায় শনিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১ জনের মৃত্যু

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ বার্মায় প্রতিবাদকারীরা শনিবার, বিভিন্ন শহরে বিক্ষোভে অংশ নিলে, প্রতিরক্ষা বাহিনীর গুলিতে সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। ভয়েস অব আমেরিকা’র বার্মিজ সার্ভিস মান্দালয়ে ৪ জনের মৃত্যুর খবর দিয়েছে।

মিয়ানমারে গঠিত, সমান্তরাল সরকার প্রধান, মাহান উইন খাইং, যিনি এতদিন আত্মগোপন করে ছিলেন, প্রথম বারের মতো ফেইসবুক মারফত জানান, তাদের ‘কমিটি টু রেপ্রেজেন্টিং পায়াডাউংসু হলুটাও’ বা CRPH,দেশে একটি সংযুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

বার্মার সামরিক সরকার, তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে সামরিক বাহিনী, CRPH কে অবৈধ ও সন্ত্রাসী সংগঠন বলে উল্লেখ করে। তারা জানায়, যে কেউ এর সঙ্গে সংশ্লিষ্ট থাকবে, তাকে বিশ্বাসঘাতকতার জন্য মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।

SHARE THIS ARTICLE