ভিয়েতনামে ১৫ বাংলাদেশী আটক

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ১৫ বাংলাদেশী প্রবাসী আট’ক! ১৫ বাংলাদেশী প্রবাসী আট’কের ঘটনা ঘটেছে ভিয়েতনামে!

এরা সবাই দালালদের হাতে প্রতারিত হয়ে ভিয়েতনামের বাংলাদেশ দূতাবাসের দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে তাদের আট’ক করে সে দেশের পু’লিশ।

গতকাল (১২ অগাস্ট) সকালে ভিয়েতনামের হো চি মিন এলাকা থেকে তাদের গ্রে’ফতার করে পু’লিশ। গ্রে’ফতারের পর তাদের একটি পু’লিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

১৫ জনের মাঝে ১৪ জনের পরিচয় সম্পর্কে আপাতত নিশ্চিত হওয়া গেছে। এরা হলেন : সায়েফ, শফিক, চাঁদ আলী,

মোমিন, কাদির, ইসমাইল, আলী, নজরুল, মামুন, শ’হীদ, আনোয়ার, রাজু, অমিক ও সজিব।

ভিয়েতনামে ১৫ বাংলাদেশি আটক

জানা যায় তারা ভিয়েতনামে পৌঁছানর পর প্রতারণার শিকার হন। দালালরা তাদের পাসপোর্ট ছিন’িয়ে নেয়।

তাদের যে কাজের কথা বলে ভিয়েতনামে নেওয়া হয় সে কাজ বা বেতন কোনটাই দালালরা আগে যা যা বলেছিল তার সাথে কোন মিল খুঁজে পাওয়া যায় না।

আরও পড়ুন: মাস্ক পরে যেসব কাজ করলেই বাড়বে বিপদ, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফলে তাঁরা দেশে ফিরে আসতে চান। তাঁরা ভিয়েতনামের ভুং তাও অঞ্চল ’হতে রাজধানী হ্যানয়ে বাংলাদেশ

দূতাবাসে যাওয়ার জন্য গত ১১ আগস্ট দুপুরে রওনা করেন। ভুং তাও এলাকা থেকে হ্যানয়ে অবস্থিত

বাংলাদেশ দূতাবাসের দূরত্ব প্রায় ১৬৭৭ কিলোমিটার। ওখানে যেতে ৪০ ঘণ্টারও বেশি সময় লাগে।

পথে রাত হলে তারা হো চি মিন এলাকায় অবস্থান করেন। এরপর আজ( ১২ অগাস্ট) সকালে ফের হ্যানয়ে যাওয়ার উদ্দেশে তারা বাসে উঠতে যান।

ঠিক সে সময় তাঁরা ভিয়েতনামী পু’লিশের হাতে আট’ক হন।

SHARE THIS ARTICLE