‘মাই লর্ড’ নয় ‘স্যার’ ডাকতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ পশ্চিমবঙ্গের সব জেলা জজ ও দায়রা আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের এবং সংশ্লিষ্ট আদালতসমূহের নিবন্ধন কর্মকর্তাদের এখন থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে ‘মাই লর্ড’ অথবা ‘ইয়োর লর্ডশিপ’ বলে সম্বোধন করতে হবে না। শুধুমাত্র ‘স্যার’ বলে ডাকলেই হবে।

খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণন এর নির্দেশে আদালতের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায় মঙ্গলবার (১৬ জুলাই) ই-মেইল যোগে পশ্চিমবঙ্গের সব জেলা জজ ও জেলা দায়রা আদালতগুলিতে এমন নির্দেশনা পাঠান।

নির্দেশনা অনুযায়ী, সম্বোধনের ঔপনিবেশিক সংস্কৃতির মানসিকতার পরিবর্তে এবার মাই লর্ড, ইয়োর অনার বা লর্ডশিপের বদলে স্যার বলা যাবে। রেজিস্টার-সহ জেলা বিচার বিভাগের কর্মকর্তারা প্রধান বিচারপতিকে এখন থেকে শুধুমাত্র ‘স্যার’ বলে ডাকলেই হবে।

যদিও মাই লর্ড বা লর্ডশিপ বাতিলের দাবি নিয়ে ২০১৪ সালে ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। মামলায় সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি এইচ এল দাত্তু এবং বিচারপতি শরদ অরবিন্দ বোবদে’র (বর্তমানে ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি) ডিভিশন বেঞ্চ এক রায়ে বলেছিলেন, বিচারপতিদের লর্ড, লর্ডশিপ বা ইয়োর অনার বলে সম্বোধন বাধ্যতামূলক নয়। বিচারপতিদের সন্মান জানাতে স্যার বলা যেতে

SHARE THIS ARTICLE