আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ইউরোপের দেশ মাল্টার জেলে আটক থাকা ১৫৬ বাংলাদেশির নামের তালিকা সম্প্রতি প্রকাশ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব বাংলাদেশির নাম প্রকাশ করা হয়।
জানা গেছে, নাম প্রকাশের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় জেলে থাকা বাংলাদেশিদের মাল্টাতে কীভাবে রাখা যায় এ নিয়ে দেশটির বড় একটি আইনি প্রতিষ্ঠানের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে আয়েবা। এর আগে ২০১৬ সালে পর্তুগালে আয়েবার সহযোগিতায় তিন হাজার ৮শ বাংলাদেশিকে বৈধতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আয়েবা মাল্টায় অসহায় বাংলাদেশিদের পাশে থাকার জন্য কাজ শুরু করেছে।
জেলে আটকে থাকা প্রবাসীদের নাম প্রকাশের ফলে দুশ্চিন্তায় রয়েছেন তাদের পরিবার। এসব বাংলাদেশিদের ফেরত পাঠানোর খবরে প্রবাসীদের মধ্যে আতংক বিরাজ করছে। এর আগেও দেশটি থেকে ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়।
এ নিয়ে আয়েবার অন্যতম সহসভাপতি ফিরোজ আহমেদের সঙ্গেও যোগাযোগ করেছেন তারা। এরই পরিস্থিতিতে তিনি সরেজমিনে মাল্টা গিয়ে পরিস্থিতি দেখে আসেন, কথা বলেন মাল্টার নেতৃস্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও।
ফিরোজ আহমেদ বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষায় আগেও পাশে ছিল অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন। এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।
এ ব্যাপারে আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, এর আগেও আয়েবা ইউরোপের বিভিন্ন দেশে অসহায় অবৈধ বাংলাদেশিদের জন্য কাজ করেছে। এরই ধারাবাহিকতায় এবার মাল্টার জেলে থাকা ১৫৬ বাংলাদেশিদের জন্য যতটুকু সহযোগিতা করার আয়েবা তাই করবে। ইতোমধ্যে আমাদের সংগঠন মাল্টার একটি বড় আইনি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশিদের অবৈধভাবে বিদেশে পাঠানো, মানবপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সরকার প্রতি অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, মাল্টায় আটক বাংলাদেশিরা সেখানে থাকার জন্য দেশটির সরকারের কাছে রাজনৈতিকসহ ভিন্ন ধরনের আশ্রয় প্রার্থনা করেছেন। তারা বিভিন্ন দেশ হয়ে অবৈধ পথে মাল্টায় আসেন। কিন্তু ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের অবৈধদের ফেরত পাঠানোর চুক্তি অনুযায়ী যেকোনো সময় তাদের দেশে ফেরত পাঠাতে পারে মাল্টা সরকার।