মিয়ানমারে ইন্টারনেট সচল, তবে সুচি এখনো বন্দিদশায় অচল

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে চলছে বিক্ষোভ-আন্দোলন। এমন পরিস্থিতিতে দেশটিতে ধীরে ধীরে চালু হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। তবে মুক্তি মিলছে না ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’র। আরও দুই দিন তিনি রিমান্ডে থাকবেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সোমবার সু চি’র রিমান্ড শেষ হওয়ার কথা ছিল; কিন্তু তার আইনজীবী খিন মুং জ গণমাধ্যমকে জানান, রাজধানী নেপিডোর একটি আদালতের একজন বিচারক জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত। রিমান্ড শেষে শুনানির জন্য সোমবার সু চিকে আদালতে হাজির করা হবে বলে এর আগে ধারণা করা হচ্ছিল।

May be an image of one or more people

তার আইনজীবী বলেন, ‘আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে এবং জেলা জজের সঙ্গে আলোচনা করতে এখানে এসেছি। তার বক্তব্য অনুযায়ী, রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত, আজ না।’

মিয়ানমারের নির্বাচনে কারচুপির প্রমাণবিহীন দাবি করে সামরিক বাহিনী সম্প্রতি ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দী করা হয়।

SHARE THIS ARTICLE