রাত প্রহরী

রাত প্রহরী

মোহাম্মদ ইকবাল


তোমার সঙ্গ নিঃসঙ্গতায় দুর্বিসহ
অবচেতন মন হাতড়ে বেড়ায় শুধুই তোমাকে
নিরন্তর নখ বসাচ্ছে তোমার স্মৃতির দুষ্ট থাবা
ভুলতে চাই তোমার দেয়া সুক্ষ্ণ আদর
চুম্বনে ছুয়ে দেয়া উষ্ণ অধর
স্পর্শ সুখের রোমাঞ্চকর মাদকতা
আলিঙ্গনে জড়াজড়ি নিবিড় করে প্রাণের কাছে
অস্তিত্ব অনুভবি শরীর দুটির প্রতিটি ভাঁজ, উষ্ণতা
নগ্ন বুকের মধুর নরম উন্মাদনাকর মসৃণতা
যতই তোমায় ঠেলি দুরে ,
ততই আমায় জড়াও কাছে
নিশাচর নির্ঘুম রাত প্রহরী আমি কোনো
পাহারায় থাকি তোমার স্মৃতি অহরহ
তোমার সঙ্গ নিঃসঙ্গতায় দুর্বিসহ

২৪/২/১৪ ইং নটিংহীল গেইট লন্ডন।

SHARE THIS ARTICLE