রেজা-নুরের নেতৃত্বে নতুন দল আগামী মাসেই

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সাবেক গণফোরাম নেতা ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আগামী মাসেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে। নতুন এই দলের নাম হতে পারে বাংলাদেশ অধিকার পার্টি (বিআরপি)। এই পার্টির সঙ্গে একীভূত হতে পারে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণার মধ্যদিয়ে এই দলের আত্মপ্রকাশ করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার চেষ্টা করছেন দলটির নেতারা। যদিও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুমতি মেলেনি। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে না পারলেও যেকোনো অডিটোরিয়ামে অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই দলের নাম ঘোষণা করা হবে। দলটির একাধিক নেতার সাথে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে ড. রেজা কিবরিয়া বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের পুরো রাষ্ট্রের অবকাঠামোতে অনেক খুত আমরা ধরতে পেরেছি। আমার মনে হয় বড় ধরনের একটা পরিবর্তন দরকার। দেশটা পরিচালিত হচ্ছে গুটিকয়েকজনকে সুবিধা দেয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষকে এখানে চরমভাবে অবহেলা করা হচ্ছে। আর গণতন্ত্র থেকে আওয়ামী লীগ সরকার কতো দূরে চলে আসছে সেটা সবারই জানা। যে দল শুরু থেকেই গণতান্ত্রিক এখন সেই দলেরই প্রয়োজন। আর এই তরুণদের আদর্শ, নিষ্ঠা এবং সততা আমাকে আকৃষ্ট করেছে। আমি আশা করি- তাদের দ্বারাই এই দেশে পরিবর্তন আসতে পারে। তাই আমি ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করতে চাই।

আওয়ামী লীগ ও বিএনপি’র বাইরে গিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন এই দল কতোটুকু কার্যকর ভূমিকা পালন করতে পারবে- এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, দলের উত্থান-পতন হতেই পারে।

তিনি বলেন, এককালে মুসলিম লীগ খুবই গুরুত্বপূর্ণ দল ছিল। আর এখন মুসলিম লীগের কোনো অস্তিত্বই খুঁজে পাই না। ইংল্যান্ডের লেবার পার্টি মাত্র ছয়জন দিয়ে শুরু করেছিল পরে তারা ক্ষমতায় গেল। আর বর্তমান আওয়ামী লীগ সরকারও এখন গণতান্ত্রিক পথ থেকে সরে এসেছে। আমি মনে করি জনগণ তাদের ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। আর একটা দলকে তো কোথাও না কোথাও থেকে শুরু করতে হয়। আমি মনে করি- এই দলে আদর্শবান ছেলেমেয়ে আছে। ওদেরকে নিয়ে আমি আশাবাদী।

জানতে চাইলে নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষার রাষ্ট্র আমাদের প্রত্যাশা ছিল সে রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারিনি। মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এর একটাও আমরা এই সমাজে কায়েম করতে পারিনি। আজ স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও এসে দেখা যাচ্ছে এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করে সরকার গঠন করা হচ্ছে। মানুষ যে ন্যায়বিচার পাবে সেই আদালতকেও দলীয়করণ করা হয়েছে। এই অবস্থা থেকে এই দেশকে আমাদের মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

প্রসঙ্গত, ড. রেজা কিবরিয়া আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। বিশ্বব্যাংক, আইএমএফের মতো বড় বড় প্রতিষ্ঠান ছেড়ে রাজনীতিতে নেমেছেন পুরোদমে। এর আগে ৩ বছর দায়িত্বে ছিলেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক হিসেবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে গণফোরাম থেকে পদত্যাগ করেন তিনি। এর পরে প্রায় বিভিন্ন ইস্যুতে মাঠে সরব রয়েছেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন নুরুল হক নুর। সে সময় ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক। ২০১৯ সালে ডাকসু ভিপি নির্বাচিত হয়ে চমক সৃষ্টি করেন। এরপর থেকেই মাঠের রাজনীতিতে সক্রিয় নুর। বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনায় সরব তিনি। গত মাসে ঘোষণা দিয়েছেন নতুন একটি রাজনৈতিক দল করার।

SHARE THIS ARTICLE