রোহিঙ্গা নির্যাতন ৩ সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর নির্যাতন চালানোর দায়ে তিন সেনা কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে মিয়ানমার। মঙ্গলবার (৩০ জুন) দেশটির সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো সহিংসতা তদন্তে নিয়োজিত একটি কোর্ট মার্শাল এই দণ্ড ঘোষণা করেছে। 

রোহিঙ্গা নিপীড়নের অভিযোগ থাকলেও মিয়ানমারের সেনা সদস্যদের বিরুদ্ধে দণ্ড ঘোষণার ঘটনা বিরল। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার অভিযোগে জাতিসংঘের শীর্ষ আদালতে অভিযুক্ত হওয়ার পর এই সাজার কথা জানাল তারা। মিয়ানমার সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ অফিস ঘোষণা দিয়েছে, কোর্ট মার্শালে অভিযুক্তরা দোষী প্রমাণিত হয়েছে এবং তিনজনকে সাজা দেয়া হচ্ছে। তবে দোষীদের অপরাধের ধরন বা তাদের সাজার পরিমাণ কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তিন বছর আগে মিয়ানমার সেনাদের ব্যাপক হত্যা, ধর্ষণ, লুণ্ঠনসহ অমানবিক নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় অন্তত সাড়ে সাত লাখ রোহিঙ্গা। মানবাধিকার সংগঠনগুলো রাখাইনের বেশ কয়েকটি গ্রামে ব্যাপক গণহত্যার অভিযোগ তুলেছে মিয়ানমার সেনাদের বিরুদ্ধে। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করলেও আন্তর্জাতিক চাপের মুখে গত বছরের সেপ্টেম্বরে অভিযুক্তদের বিরুদ্ধে কোর্ট মার্শালের প্রক্রিয়া শুরু করেছিল মিয়ানমার সেনাবাহিনী।

SHARE THIS ARTICLE