লকডাউন না মানায় রাজধানীতে ১১০২ জনকে গ্রেফতার

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ রাজধানীতে কঠোর লকডাউনের সপ্তমদিনে নিষেধাজ্ঞা অমান্য করায় ১১০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। একই সময় ভ্রাম্যমাণ আদালত ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করেছে। এছাড়া ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা। 

বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ১১০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইফতেখায়রুল ইসলাম আরো জানান, সন্ধ্যা পর্যন্ত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৮০৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করে। এসব মামলায় ১৮ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অকারণে বাইরে বের হওয়ায় ২৪৫ জনকে ১ লাখ ৭১ হাজার ৯৮০ টাকা জরিমানা করা হয়।

SHARE THIS ARTICLE