লাখো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জয়নাল হাজারী

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, জয়নাল আবেদীন হাজারীর জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে ফেনী পাইলট হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস হোসেন তার জানাজা পড়ান। এর আগে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেয়া হয়।

জানাজা পূর্ব বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়নাল হাজারীর অত্যান্ত আস্থাভাজন, সাবেক জেলা ছাত্রলীগের সেক্রেটারী এভভোকেট শাহজাহান সাজু, সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম সিটি করপোরেশের প্রশাসক খোরশেদ আলম সুজন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জয়নাল হাজারীর ভাগিনা সাফায়েত হোসেন লিটু, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফেনী ৩ আসনের সাংসদ লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

জানাজায়  ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, দাগনভূঁইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম,পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, জেলা প্রশাসক আবু সেলিম মাহামুদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন প্রমুখসহ ৬ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ ছাড়াও জানাজায় পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলীসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আপামর জনগণ উপস্থিত ছিলেন।

জয়নাল হাজারীর জানাজায় মানুষের ঢল

জানাজা শেষে শহরের মাস্টারপাড়া মুজিব উদ্যানের কবরস্থানে জয়নাল হাজারীকে দাফন করা হয়। গত রোববার বিকাল সোয়া ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারী মৃত্যুবরণ করেন।

জয়নাল হাজারী ছিলেন চিরকুমার। ফেনীর মাস্টারপাড়ায় শৈল কুটির নামে তার একটি বাড়ি রয়েছে। ১৯৮৪-২০০৪ সালের ফেনী জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক ২০১৯ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পদ পান।

SHARE THIS ARTICLE