শিরোনামহীন – ৫১
গোলাম কবির
পানশালায় বসে বসে ঝিমাচ্ছে একদল
ফেরারী খুনী মাতাল,ওদের চোখে লাল
আগুন ঠিকরে পড়ছে। তা দেখে সভয়ে
পালালো জ্যোৎস্নায় ঘাস খেতে আসা
নীলগাই এর দল, তাদের উৎকণ্ঠিত চোখে
বেঁচে থাকার আর্তি, এদিকে আমি ভেসে যাচ্ছি
রক্তের প্লাবনে ভিতর বাহিরে, উদার জ্যোৎস্নায়
আমার রক্তাক্ত ক্ষতচিহৃ দেখে ভড়কে গেলো
ভালবাসার সুতানলী সাপটা ও, যে কি না
প্রায়ই আমাকে দংশনে উদ্যত হয়
আর আমি পালিয়ে বেড়াই কেবল।
এখানে এখন শুধু সুতানলী সাপের খোলস পড়ে আছে আর
বার বার ভেংচি কাটছে বেবুনের দল,
ভালবাসা দৌড়ে পালায় লক্ষণসেনের মত
বখতিয়ার খিলজীর সতেরো জন সৈন্যের ভয়ে।