শুক্রবার আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির ভার্চুয়াল দোয়া মাহফিল ও কোভিড বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন

এ,কে,আজাদ- আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ডাঃ জিন্নুরাইন জাইগিরদারের পরিকল্পনায় ও পরিচালনায় গতকাল শুক্রবার রাত ৮ ঘটিকার সময় একটি ভার্চুয়াল দোয়া মাহফিল, কোভিড বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব ও প্রাণবন্ত আলোচনার আয়োজন করা হয়েছে। ৩ ঘন্টারও অধিক সময় ধরে জুম এর মাধ্যমে এই অনুষ্ঠান লাইভ সম্প্রচার হয়। আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটি সদস্য অনেকেই ইতিমধ্যে অসুস্থ হয়েছেন, অনেকে রোগমুক্ত হয়েছেন, আবার কেউ কেউ এখনো অসুস্থ আছেন। ইতিমধ্যে ওয়াটারফোর্ড নিবাসী মাওলানা আসাদ উদ্দিন সাহেব গত ২৪শে জানুয়ারি, রবিবার, ওয়াটারফর্ড রিজিয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকল বিদেহী আত্মার শান্তি কামনা করে ও সকলের রোগমুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন যুক্তরাজ্য থেকে মাওলানা আব্দুল কাদের সালেহ, ইমাম ও খতিব, আল হুদা একাডেমী, ইসলামিক সেন্টার, যুক্তরাজ্য। ভয়াবহ কোভিড মহামারির এই সময়ের তিক্ত অভিজ্ঞতার কথা উঠে এসেছে অনেকের মুখ থেকে । দোয়া মাহফিলের পর কোভিড বিষয়ক আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে যোগদান করেন ডঃ আরমান রহমান, এম বি বি এস, পি এইচ ডি (ইমিউনলজি), ম্যানেজার প্রেসিশন অনকোলজি, আয়ারল্যান্ড, ইউ সি ডি। ডাঃ মাহফুজুর রহমান, ডাঃমোসাব্বির হোসাইন।
ভার্চুয়াল কোভিড বিষয়ক আলোচনায় সংযুক্ত হোন জনাব ইকবাল মাহমুদ, মোস্তফিজুর রহমান, হামিদুল নাসির, জহিরুল ইসলাম জহির, বেলাল হোসেন, আজাদ তালুকদার, প্রভাষক আব্দুস সহিদ, শামসুল হক, মনিরুল ইসলাম, তারেক সালাহ উদ্দিন, সোলেমান মিয়া রনি, মেসবাউল আলম, মোহাম্মদ হারুন, সাইদুজ্জামান খান, আনোয়ারুল হক, রবিউল আলম, জুবাইদুল হক সোহেল, শামিম কবির, জাকারিয়া প্রধান, আজিম আনোয়ার, কবির আহমেদ, খন্দকার মঈনুদ্দিন, রাব্বি, রহমান, মোশারফ হোসেন, মোহাম্মদ শামিম, মাসুদ রহমান, জাহিদ মোমিন চৌধুরি সহ আরো অনেকেই ।
স্বনামধন্য চার জন ডাক্তাররের আলোচনা থেকে মহামারি করোনা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে। অনুষ্ঠানটি ফেজবুকে লাইভ করা হয়। এধরনের মহতি উদ্যেগকে কমিউনিটির ব্যাক্তিবর্গ স্বাগত জানান। আশা করা যাচ্ছে এই ধরনের অনুষ্ঠান খুব শিঘ্রই আবারো অনুষ্ঠিত হবে।

SHARE THIS ARTICLE