শ্বাসরুদ্ধকর লড়াই, টানা দ্বিতীয় শিরোপা বরিশালের

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ বিপিএলের গতবারের আসরে তামিম ইকবালের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়নরা আজ মাঠে নেমেছিল টানা দ্বিতীয়বারের মত এ টুর্নামেন্টের শিরোপা ঘরে তোলার লড়াইয়ে।

গতকাল হয়ে গেল শ্বাসরূদ্ধকর এক ফাইনাল। ১৯৫ রানের লক্ষ্য। শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। বোলার হোসাইন তালাত। উইকেটে ছিলেন রিশাদ হোসেন আর এবাদত হোসেন। প্রথম বলেই লং অনের ওপর দিয়ে সোজা ছক্কা মেরে দিলেন রিশাদ হোসেন।

পরের বলে একটি সিঙ্গেল এবং একটি ওয়াইড। তিন বল বাকি থাকতেই ৩ উইকেটের ব্যবধানে জয় তুলে নিলো ফরচুন বরিশাল। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো তামিম ইকবালের দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগং কিংস। জবাবে ১৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল।

বিপিএলে এখন পর্যন্ত ফাইনালে সর্বোচ্চ ১৭৫ রানের লক্ষ্য তাড়া করে জিতেছে কুমিল্লা ২০২৩ সালে। ফলে আজ বরিশালের দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে হলে রেকর্ড গড়েই জিততে হতো তামিমের দলকে। সেই রেকর্ড গড়েই অবশেষে জয়ের দেখা পেয়েছে দলটি। তামিম, মায়ার্সের পর রিশাদের বীরত্বে তিন উইকেটের জয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছে বরিশাল।

SHARE THIS ARTICLE