আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে দেশটির সরকার। এবার থেকে বাংলাদেশিদের সিঙ্গাপুর যাওয়ার জন্য করোনাভাইরাস পরিক্ষার রিপোর্ট দেখাতে হবে না। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বলা হয়েছে, সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগের সময় কোভিড-১৯ টেস্ট রিপোর্ট প্রদর্শন করার আর প্রয়োজন নেই। তবে যাত্রীদের সিঙ্গাপুরে কোভিড-১৯ টেস্ট করা হবে। এ ছাড়া সেখানে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
তবে সিঙ্গাপুরে বাংলাদেশি যাত্রীদের করোনাভাইরাস সনদ না লাগলেও কাশি, জ্বর, কোভিড-১৯ লক্ষণ যেমন: সর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি নেই এই মর্মে স্বাস্থ্য প্রতিবেদন সঙ্গে রাখতে হবে। এ ছাড়া আইসোলেশন হোটেল খরচ বাবদ ২২০০ সিঙ্গাপুর ডলার বহন করতে হবে যাত্রীদের।