সিঙ্গাপুর যেতে করোনা সনদ লাগবে না

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে নতুন নিয়ম এনেছে দেশটির সরকার। এবার থেকে বাংলাদেশিদের সিঙ্গাপুর যাওয়ার জন্য করোনাভাইরাস পরিক্ষার রিপোর্ট দেখাতে হবে না। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বলা হয়েছে, সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ত্যাগের সময় কোভিড-১৯ টেস্ট রিপোর্ট প্রদর্শন করার আর প্রয়োজন নেই। তবে যাত্রীদের সিঙ্গাপুরে কোভিড-১৯ টেস্ট করা হবে। এ ছাড়া সেখানে পৌঁছে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। 

তবে সিঙ্গাপুরে বাংলাদেশি যাত্রীদের করোনাভাইরাস সনদ না লাগলেও কাশি, জ্বর, কোভিড-১৯ লক্ষণ যেমন: সর্দি, শ্বাসকষ্ট ইত্যাদি নেই এই মর্মে স্বাস্থ্য প্রতিবেদন সঙ্গে রাখতে হবে। এ ছাড়া আইসোলেশন হোটেল খরচ বাবদ ২২০০ সিঙ্গাপুর ডলার বহন করতে হবে যাত্রীদের।

SHARE THIS ARTICLE