সুখের মিলন

সুখের মিলন
সৈয়দা সুলতানা রুমা

দুই যুগ পর ফিরে এলে তুমি
প্রকৃত বীরের বেশে,,
শঙ্কাহীন প্রাণে এলে সহসা
প্রকৃত যোদ্ধা সেজে,,
অতীতের চাওয়া আড়ালে রেখে
সুখ খুঁজো তুমি বেলা শেষে।।

তবে কি মোর অশ্রুর শব্দ
শুনেছো তুমি কান পেতে??
নির্জনে ঝরে অভিমানী জল
জোছনার খানিক আলো নিতে।।


মোর দুয়ারে এলে তুমি
নিয়ে শশীর সকল আলো,,
পুলকিত হৃদয়ে বাড়িয়েছি হাত
আজীবন তোমায় বাসতে ভালো।

শ্রেষ্ঠ হয়ে এলে তুমি
আমার ভাঙ্গা নৌকায়,,
ভালোবেসে বসেছি পাশে
সুখী হতে দু’জনায়।।


দুই তনু এক মনে হাঁটছি ভাসা পথে
তীরের খোঁজে আছি মোরা
রবের দয়া আছে সাথে।।

মান-অভিমান আর খুঁনসুটি আছে
সঙ্গে আছে প্রীতি,,
মুহূর্তেই আবার সঙ্গী মোদের
পূর্বকালের সর্ব স্মৃতি।।


একটু কথা আর খানিক দেখায়
ভরেনা দু’টো মন
গুনছি দিন আর গুনছি সময়
হবে পরিণয় সুখের মিলন।।

SHARE THIS ARTICLE