সৌদিতে প্রায় সাড়ে ২১ হাজার প্রবাসী গ্রেফতার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে সৌদি আরব। সর্বশেষ গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ২১ হাজার ৪৮৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের মতো নানা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি।

সৌদি সরকারের হিসাব মতে, তাদের মধ্যে ১৩ হাজার ৫৬২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৪ হাজার ৮৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং ৩ হাজার ৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৫৬৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৫০ শতাংশ ইউথোপিয়ান, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং ৩ শতাংশ অন্যান্য দেশের।

এছাড়া ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধান রয়েছে। সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

আইন ভঙ্গকারীদের সম্পর্কে অভিযোগ জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে কল করার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী দেশগুলির মধ্যে একটি সৌদি আরবের মোট জনসংখ্যা ৩২ মিলিয়ন। তবে দেশে অনেক প্রবাসীর বসবাস। সম্প্রতি দেশটি অবৈধ অভিবাসীদের একটি বড় আকারের রাউন্ড আপ শুরু করেছে। এই অভিযানের আওতায় সৌদি পুলিশ সারাদেশ থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করে আসছে।

SHARE THIS ARTICLE