সৌদিতে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অবৈধ প্রবাসীদের গ্রেপ্তারে দেশজুড়ে অভিযান অব্যাহত রেখেছে সৌদি আরব। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ২০ হাজার ১৫৯ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। গত ১২ ডিসেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী অভিযানে এসব প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।

রোববার (২২ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয় গ্রেপ্তারদের মধ্য থেকে এরই মধ্যে ৯ হাজার ৫০০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১ হাজার ৩০২ জন বসবাস আইন লঙ্ঘনকারী, ৫ হাজার ৬৫২ জন সীমান্ত আইন লঙ্ঘনকারী এবং ৩ হাজার ২০৫ জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন।

এ ছাড়া ১ হাজার ৮৬১ জনকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬৫ শতাংশ ইথিওপিয়ার এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্য দিকে, ১১২ জনকে সৌদি আরব ছেড়ে অবৈধভাবে অন্য দেশে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে।

বিবৃতিতে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ১৭ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। দেশটিতে বর্তমানে ২৯ হাজার ৫৪০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২০ হাজার ৩৩৭ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ৯ হাজার ৪৬১ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া আরও ৩ হাজার ৪২৫ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ প্রবাসীদের আশ্রয় ও পরিববহন সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন সৌদি রিয়াল (২ লাখ ৬০ হাজার ডলার) পর্যন্ত জরিমানা এবং সেই সাথে যানবাহন বাজেয়াপ্ত হতে পারে।

এ ছাড়া সন্দেহজনক আচরণ দেখা গেলে মক্কা এবং রিয়াদ অঞ্চলে টোল-ফ্রি নম্বর ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬-এ রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে।।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী দেশগুলির মধ্যে একটি সৌদি আরবের মোট জনসংখ্যা ৩২ মিলিয়ন। তবে দেশে অনেক প্রবাসীর বসবাস। সম্প্রতি দেশটি অবৈধ অভিবাসীদের একটি বড় আকারের রাউন্ড আপ শুরু করেছে। এই অভিযানের আওতায় সৌদি পুলিশ সারাদেশ থেকে অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করে আসছে।

SHARE THIS ARTICLE