
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার উপায় নিয়ে দেশটির যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আলোচনা করেছেন।
ইয়েমেন যুদ্ধে একের পর এক বিপর্যয়ের পর সৌদি যুবরাজ ও লয়েড অস্টিন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন।
অস্টিন তার ভাষায় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে পরাজিত করার ক্ষেত্রে সম্প্রতি সফলতা পাওয়ায় সৌদি আরবের প্রশংসা করেন এবং ইয়েমেন বিষয়ক মার্কিন বিশেষ দূত টিম লেন্ডারকিংয়ের সঙ্গে কাজ করায় বিন সালমানকে ধন্যবাদ জানান।

তবে বাস্তবতা হচ্ছে- সাম্প্রতিক মাসগুলোতে আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের বিরুদ্ধে হামলা জোরদার করেছে এবং যুদ্ধ বন্ধ না করলে সৌদি জোটের বিরুদ্ধে এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলেও ঘেষণা করেছে।