স্বাধীনতার স্বপ্ন

স্বাধীনতার স্বপ্ন

এ,কে,আজাদ

হৃদয়ে রক্ত ক্ষরণ, বলতে বারন
হে মোর স্বাধীনতা তুমি কি স্বাধীন?
আজ করোনা গ্রাস করেছে দুনিয়া
কেহ নেই তোমার অধীন।


দ্যেখো বাংলায় স্বাধীনতা দিবসে
বন্দী হয়েছে সবে,
আল্লাহ ছাড়া কে আছে বলো
এই নিরব দূর্যোগে তবে?


শত প্রাণ শত আঘাত ভুলে,
তোমার ঘরেও যে পরাধীনতা
মারামারি প্রাণ হীন নাশকতা
আজ বলিতে পারিনা দূঃখী মানুষের কথা।


ওগো মোর প্রিয় স্বাধীনতা
খুজে পাইনা ৭১ এর ঘ্রাণ
তবে তুমি কেন আসলে?
কেন নিয়ে যাচ্ছো অবলা বাঙ্গালীর প্রাণ?


স্বাধীনতা তুমি দিন মুজুরের নহে
তোমার লগনে ও কাঁপছে জন্মভূমি,
দেশটারে আজ লিজ দিয়েছো
এ কোন খেলা খেলছো তুমি?


লাল সবুজের পতাকার তলে বন্দী হয়েও
সন্ধি কেন তোমার সাথে?
বদলে গেছে ৭১ স্বপ্ন গুলো,
ভুলে যাই তুমি ছিলে আমার সাথে।


স্বাধীনতা তোমায় স্বপ্ন দ্যেখি
থাকবে সবার তরে,
রক্ত চক্ষু পরোয়া করে নয়
নিরীহ মানুষ গুলোর অন্তরে।

– আয়ারল্যান্ড ২৬/০৩/২০২০

SHARE THIS ARTICLE