হেফাজত নেতাদের সম্পদের তথ্য তলব করে দুদকের চিঠি

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃহেফাজতে ইসলামের অর্ধশতাধিক নেতার সম্পদের তথ্য বিবরণী চেয়ে ১১টি অফিসে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে এ জানা গেছে।

অফিসগুলো হচ্ছে- নির্বাচন কমিশন, চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও পটিয়ার সহকারী কমিশনার (ভূমি), ঢাকা জেলা রেজিস্ট্রার, বাংলাদেশ ব্যাংকের বিআইএফইউ প্রধান, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং নেত্রকোনার পুলিশ সুপার এবং পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশনের মহাপরিচালকের অফিস। 

পৃথকভাবে পাঠানো চিঠিতে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করা হয়েছে।

সম্পদের তথ্য চাওয়া নেতাদের মধ্যে রয়েছেন- হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির প্রধান জুনায়েদ বাবুনগরী, হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় নায়েবে আমির আহমদ আবদুল কাদের ও মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জুনাইদ আল হাবিব, মামুনুল হক, নাসির উদ্দিন মনির, জালাল উদ্দিন, অর্থ সম্পাদক মনির হোসাইন কাসেমীসহ অর্ধশতাধিক নেতা।

SHARE THIS ARTICLE