অনলাইন ক্লাস : শেষ সম্বল বেচে সন্তানদের স্মার্টফোন কিনে দিলেন বাবা

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ভারতের হিমাচল প্রদেশের জ্বালামুখী এলাকার এক ব্যক্তি তার সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য শেষ সম্বল একটি গরু বিক্রি করে তাদের স্মার্টফোন কিনে দিয়েছেন। এই গরুটির দুধ বেঁচেই কুলদীপ কুমার নামে ওই ব্যক্তির সংসার চলত। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালামুখীর গুমার গ্রামে কুলদীপ কুমারের বসবাস। সম্বল বলতে ছিল ওই গরুটাই।

সেই গরুর দুধ বেচেই তার সংসার চলত। কিন্তু তার থেকেও জরুরি সন্তানদের লেখাপড়া। করোনাভাইরাস মহামারির মধ্যে ভারতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অনলাইন ক্লাসের মাধ্যমে বাড়ি থেকেই চলছে পড়াশোনা। এর জন্য দরকার একটি স্মার্টফোন। আর কুলদীপের কোনো স্মার্টফোন ছিল না। তাই তার সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার পথে। কুলদীপের দুই সন্তানের আন্নু পড়ে চতুর্থ শ্রেণিতে আর দিপ্পু দ্বিতীয় শ্রেণিতে। স্কুল থেকে বারবার স্মার্টফোন কিনতে বলা হয়।

অনলাইন ক্লাস : সন্তানের জন্য ...

স্কুলকে কুলদীপ জানিয়েছিলেন, স্মার্টফোন কেনার মতো অর্থ নেই তার কাছে। কিন্তু অনলাইন ক্লাস করার জন্য ফোন ছাড়া উপায়ও তো নেই। টাকা জোগাড়ের চেষ্টাও কম করেননি কুলদীপ। কিন্তু কেউ-ই সাহায্য করেননি। ঋণের আবেদন করেও লাভ হয়নি। তাই শেষ পর্যন্ত একমাত্র সম্বল গরু বিক্রি করেই জোগাড় করেছেন স্মার্টফোন কেনার অর্থ।

SHARE THIS ARTICLE