অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন

এ,কে,আজাদ, আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়ারল্যান্ডে গত ১৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টায় অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নব নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

No description available.

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রেডকাউ হোটেলে অনুষ্ঠানের আয়োজন করেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচন কমিশন।

গত ১১ সেপ্টেম্বর ২০২২ ছিল অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচন। সুষ্ঠ ও নিরেপেক্ষ নির্বাচনের মধ্য আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেন।

No description available.
No description available.

আয়ারল্যান্ডের প্রত্যেকটি কাউন্টি থেকে আগত বাংলাদেশীরা শপথ গ্রহন অনুষ্ঠানে অংশ গহন করেন। জনাব আজাদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জনাব জাকারিয়া প্রধান ও জনাব নিউটন।

অনুষ্ঠানের প্রথমেই পবিত্র কোরআন তিলোয়াত করেন জাহারা রহমান। কোরআন তিলোয়াত এর পর তিলোয়াতের ইংরেজী অর্থ পাঠ করেন। কোরআন তিলোয়াতের পর আয়ারল্যান্ডের গলওয়ের বাংলাদেশী কমিউনিটিটির সাধারন সম্পাদক জনাব নাবির হোসেন মনিরের দূরাগ্যব্যাধির জন্য দোয়া করা প্রার্থনা করেন জনাব জাকির হোসেন।

এরপর সকলের সমাবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত মুখরিত হয় পুরো হল। জনাব আজাদ তালুকদার অনুষ্ঠানের সুচনা বক্তব্য প্রদান করেন।

No description available.

তিনি নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করার জন্য আয়ারল্যান্ডে বসবাসরত সকল প্রবাসীদের ধন্যবাদ প্রদান করেন। ভবিষ্যতে সকলকে ঐক্যবধ্য থাকার আহবান জানান।

জনাব জাকির হোসেন নির্বাচনের হিসাব সকলের কাছে পেশ করেন। এরপর সকল নির্বাচিত সদস্যদের শপথ পত্র একসাথে পাঠ করান প্রথান নির্বাচন কমিশনার জনাব আজাদ তালুকদার। শপথ গ্রহনের পর পুরাতন কমিটি নতুন কমিটিকে বরন করে নেন।

বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার জনাব মীর মামুন, জনাব ঝিনুক আলী, আশ্রাফ উদ্দিন শিবলী, জনাব মনিরুল ইসলাম বাবু, প্রাক্তান সাধারন সম্পাদক জনাব ইকবাল মাহমুদ, প্রাক্তান সহ সভাপতি জনাব শামসুল হক সাহেব।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (আবাই) জনাব ইকবাল আহমেদ লিটন, নব নির্বাচিত সম্পাদক জনাব আনোয়ারুল হক আনোয়ার, সর্ব শেষ বক্তব্য দেন দ্বিতীয় বার নির্বাচিত প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইন জায়গিরদার।

তিনি বলেন প্রতিটি কাউন্টির নির্বাচিত প্রতিনিধি গনের সম্পৃক্ততা যেন অল বাংলাদেশী এসোসিয়েশনের সাথে থাকেন। তিনি সকলকে নিয়ে আয়ারল্যান্ডের সমাজ উন্নয়নের কাজের অগ্রণী ভুমিকা পালনের কথা ব্যাক্ত করেন।

সকল ভেদাভেদ ভুলে সকলকে দল মতের উর্দ্ধে থকে একসাথে কাজ করার আহবান জানান । উন্নত বিশ্বে আমরা আমাদের সুনাম বৃদ্ধির জন্য সর্বদা কাজ করে যাবো।

তিনি উপস্থিতি জনগনের উদ্যেশে তার লেখা আমাদের শপথে কবিতা শুনান, যা নিম্নরুপঃ

আমাদের শপথে
আমাদের শপথে, নির্মিত হয় পথ,
আমাদের শপথে, সরব হয় অন্তহীন রথ,
আমাদের দ্বৈরথে,
স্বর্গের দুয়ারে অংকিত হয় অবরোধ,
নেচে উঠে বিরোধ, মর্মরে লোভাতুর ক্রোধ,
নিতে চায় শোধ, মানেনা প্রবোধ;
জেগে উঠে অসতের বাণী অমোঘ,
সততা সংজ্ঞাহীন, সংবেদনশীল অবোধ,
অপেক্ষায় নিশিজাগে সুমন্ত কপোত,
কর্কশ কণ্ঠীরা দুশ্মন্ত, হাহাকারে নির্বোধ,
মৃতপ্রায়, নির্জিব আজ সুমন্ত, সুবোধ।
আমাদের খণ্ডিত শপথ,
বয়ে আনে রিক্ত, সিক্ত, নিবীর্জ আমোদ,
কর্দমাক্ত এই পথচলা দুরন্ত বিপদ,
রথযাত্রায় বন্যার জলে ভেসে যায় শোধ,
কেঁদে উঠে ক্রোধ,
হাসে অসতের অশরীরী আত্নার বোধ।
সময় অন্তহীন নয়, শপথীরা! জাগ্রত করো সুস্মিত রোধ,
বিবেকের আলমারিতে খুলে রাখো সংজ্ঞাহীন আমোদ,
সততার ঝুলিতে অংকন করো নবাগত বোধ,
নিত্য নতুন সহচর নিয়ে এসো নস্যাত করি স্বর্গ অবরোধ,
প্রহরীরা!
চেতনার বুলিতে আনো শক্তির যোধ,
সূর্য্য মধ্যগগনে,
ঝলমলে আলোকিত গগনে আজ গর্জনে সুস্মিত বোধ
শপথের পর নতুন পথচলায়,
এসো হাতে হাত ধরে নির্মান করি নতুন দিনের রথ।।

অনুষ্ঠানে নির্বাচন কমিশন, প্রিজাডিং অফিসার, পুলিং এজেন্ট মিডিয়া ব্যাক্তিত্বদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। তবে আবাই নির্বাচনের উপদেষ্টা মহোদয় দিগকে সম্মাননা স্বারক প্রদান না করায় অনেকেই হতাশা ব্যক্ত করেন।

No description available.
No description available.

অনুষ্ঠানের শেষের দিকে আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে আগত জনগন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন জায়গিদারের হাতে ফুলের তোড়া দিয়ে নতুন কমিটিকে স্বাগত জানান।

No description available.

দি গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়।

No description available.

নির্বাচন কমিশনের বক্তব্য ও শপথ গ্রহন অনুষ্ঠানের সময় দীর্ঘায়িত হওয়ায়, পূর্ব নির্ধারিত ঘোষোণা অনুযায়ী সাংস্কৃতিক অনুষ্ঠান করা সম্ভব হয়নি।

SHARE THIS ARTICLE