
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইউরোপে পৌঁছাতে চাওয়া অভিবাসীদের আটকানোর উপায় বের করতে বৈঠক করছে ইতালি। রবিবার ইতালি ‘অনিয়মিত অভিবাসন প্রবাহ’ আটকানোর উপায় খুঁজতে ভূমধ্যসাগরীয় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে।
ইতালির সরকার একটি বিবৃতিতে বলেছে, ‘সম্মেলনের লক্ষ্য হলো অভিবাসন নিয়ন্ত্রণ করা, মানবপাচারের বিরুদ্ধে লড়াই করা এবং দেশগুলির মধ্যে সহযোগিতার একটি নতুন মডেলের ভিত্তিতে অর্থনৈতিক উন্নয়নের প্রচার করা।’
সম্মেলনটি প্রধানমন্ত্রী জর্জা মেলোনির ‘উদ্যোগে’ সংগঠিত হয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। ২০২২ সালে নির্বাচনী প্রচারের সময় তিনি দেশে অভিবাসীদের ‘আগমন ও অবস্থান বন্ধ করার’ প্রতিশ্রুতি দিয়েছিলেন।
রোমে অনুষ্ঠিত হওয়া উন্নয়ন ও অভিবাসন বিষয়ক এই আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারীদের সম্পূর্ণ তালিকা জানা যায়নি। তবে তিউনিশিয়ার প্রেসিডেন্ট কাইস সাঈদের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি।