
আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগণের জানমালের নিরাপত্তা বিধান তাদের দায়িত্বে। তাই প্রত্যাশা সংগত যে তারা দুষ্টের দমন আর শিষ্টের পালনকে মূলনীতি হিসেবে অনুসরণ করবে। নতুন খবর হচ্ছে, ভারতের ছত্তিশগড়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদমর্যাদার এক নারী কর্মকর্তা গর্ভবতী অবস্থায়ই ট্রাফিক নিয়ন্ত্রণ করতে রাস্তায় নেমেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা গেছে শিল্পা সাহু নামের এই কর্মকর্তা মাস্ক পরে হাতে লাঠি নিয়ে মানুষকে করোনা নির্দেশিকা অনুসরণ করতে অনুরোধ করছেন। বুধবার (২১ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।