রউফ মাওলা – কুয়েত থেকে : কুয়েতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান অবৈধ ভিসা ব্যবসায়ীদের প্রতি কঠোর উচ্চারণ করে বলেছেন যেকেউ এই অবৈধ ব্যবসা করতে গিয়ে ধরা পড়বে তাদের কোন ক্রমেই আর ছাড় দেওয়া হবেনা । তাদের পাসপোর্ট কেনসেল করে কেস দিয়ে দেশে পাঠিয়ে দেওয়া হবে । শুধু তাই নয় ঢাকা এয়ার পোর্টে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে । গত ৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস অডিটারিয়ামে কুয়েত সর্ব স্তরের প্রবাসীদের সাথে এক পরিচিত ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন । তিনি জোর দিয়ে বলেন , আপনারা অতীত ভূলে যান – আমি সব ব্যপারেই “জিরো” টলারেন্স পথ অবলম্ভন করব । তিনি বলেন , অপরাধ করলে কেউ ছাড় পাবেনা । দেশের উন্নয়ন ও শেখ হাসিনার অগ্রযাত্রাকে যারাই বাধাগ্রস্ত করবে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে ।
তিনি কুয়েত প্রবাসীদের পাঠানো রেমিন্টস প্রবাহ বৃদ্ধির প্রসংশা করে বলেন , এই মাথার ঘাম পায়ে ফেলে যারা দেশের অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করছে তাদের সব ব্যপারেই সর্বাধিকার দেওয়া হবে । তিঁনি সবাইকে ঐকান্তিক আহবান জানিয়ে বলেন , আপনারা দেশ ও সমাজের উন্নয়নে দ্বিধা-বিভক্ত না থেকে একত্রিত হয়ে কাজ করুন । তিনি বলেন , আমি আজ সবাইকে ডেকেছি আমার কথা শুনার জন্য , উপলব্ধি করার জন্য । পরে আমি আপনাদের সবার সাথে আলাদা আলাদা করে বসে মত বিনিময় করব – এর মধ্যে থাকবে সামাজিক , সাংস্কৃতিক , রাজনৈতিক , সাংবাদিক , কবি-সাহিত্যিকে ব্যক্তিবর্গ । কুয়েতে বাংলা স্কুল প্রতিস্টার এক প্রশ্নের জবাবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন , স্কুলের পুন:প্রতিস্ঠার জন্য প্রাণবন্ত চেস্টা করা হবে । নবনিযুক্ত রাষ্ট্রদূতের সুস্পস্ট বক্তব্য শুনে উপস্থিত সবাই মূহুর মুহ কতালির মাধ্যমে উনাকে অভিনন্দিত করেন এবং রাষ্ট্রদূতের সব কাজে সহযোগিতার করার আস্বাস দেন উপস্থিত প্রবাসীরা । করোনার কারনে যারা দেশে ছুটিতে আটকা আছে তাদের ফিরিয়ে আনা এবং আকামা জটিলতার ব্যপারেও তিনি কুয়েত সরকারের সাথে সহমর্মিতার সাথে আলাপ করে সমস্যা সমাধানের চেস্টা করবেন বলে জানান । আলোচনা শেষে তিনি সবাইকে চা পানে আপ্যায়ণ করেন ।