
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ সিলেটের কোম্পানীগঞ্জে ক্ষমতাসীন দলের এক নেতার বক্তব্যে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুল্লুক হোসেনের এমন বক্তব্য সংবলিত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিজ ফেসবুক আইডি থেকে লাইভে এসে মুল্লুক হোসেন স্থানীয় ধলাই নদীর বালু মহালে বালু উত্তোলনের বিরুদ্ধে বলতে গিয়ে তিনি সরকারের সমালোচনা করেন। গত মঙ্গলবার সকালে লাইভ এসে তিনি এ বক্তব্য দেন। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠে কয়েক ঘণ্টা পর। ব্যাপক সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে ফেলেন তিনি। এর আগেই অনেকে তা ডাউনলোড করেন এবং পুনরায় পোস্ট করেন। অনেকে ভিডিওটির সঙ্গে ওই আওয়ামী লীগ নেতার ছবিও পোস্ট করছেন। এতে চরম ক্ষুব্ধ হয়েছেন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা।
বুধবার দুপুরে ফেসবুকে আরেকটি পোস্ট দেন মুল্লুক হোসেন। তাতে তিনি ‘সম্মানিত কোম্পানীগঞ্জ উপজেলাবাসী’ শিরোনামে ভিডিওর বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘গত তিন থেকে চার বছর আগের ভিডিও গুলো একটা মহল আমাকে হেনস্থা করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে। আমার বয়স হয়েছে কথাবার্তায় ভুল হতে পারে। আপনারা জানেন আওয়ামী লীগের জন্য আমি কত শ্রম, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছি।’
শেখ মোর্শেদ নামে একটি ফেসবুক আইডি থেকে মল্লুক হোসেনের বক্তব্য বিষয়ে বলা হয়- কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন পদে থাকা মুল্লুক হোসেন বর্তমান সরকারকে আবার অবৈধও বলছেন! সত্যিই কী বিচিত্র তিনি!
তবে এ বিষয়ে জানতে মুল্লুক হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তাঁকে পাওয়া যায়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ বলেন, আমি বিষয়টি জেনেছি। দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বালু উত্তোলনে অনেকের স্বার্থ জড়িত। সেই স্বার্থ থেকে লোকজন আবুল তাবুলও বলে।
ধলাই নদীর দক্ষিন বালু মহাল ইজারাদার আনোয়ার হোসেন বলেন, একটি পক্ষ নানাভাবে বালু উত্তোলনে বাধা দিচ্ছে। তারা অবৈধ ফায়দা হাসিল না করতে পেরে বৈধ বালু মহালকে অবৈধ দাবি করে অপপ্রচার চালাচ্ছে।