অব্যাবস্থাপনা আর দুর্নীতির দায়ভার কাঁধে নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনা সংক্রমণরোধে ব্যর্থতা আর বিপর্য্যস্ত স্বাস্থ্য ব্যাবস্থার দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করলেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। গতকাল ২১ জুলাই তিনি জনপ্রশাসন সচিবের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। কোভিড-১৯ বাংলাদেশে সংক্রমনের সময় থেকেই স্বাস্থ্য অধিদপ্তরেরব এই কর্তাব্যাক্তি অব্যাবস্থাপনা ও সমন্বয়হীনতার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন। মানহীন পি পি ই ও জাল এন-৯৫ মাস্ক সরবরাহ করে তারা প্রথম কেলেঙ্কারিতে জড়ান। কোভিড-১৯ শনাক্তে যথেষ্ট আর টি পি সি আর পরীক্ষা ব্যাবস্থাপনায় ব্যর্থতার পরিচয় দিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়ে এই অধিদপ্তর। ইদানীং সময়ে রিজেন্ট হাসপাতাল এবং জিকেজি হেলথ কেয়ারের জাল করোনভাইরাস পরীক্ষা কেলেঙ্কারির ঘটনা অধিদপ্তরের এই কর্তাব্যাক্তির দুর্নীতি আর অব্যাবস্থাপনার চরম প্রকাশ ঘটায়। এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর আর মন্ত্রণালয়ের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট পরিলক্ষিত হয়।

কে হচ্ছেন নতুন ডিজি? - Bhorer Kagoj

অধিদপ্তর থেকে বলা হয়েছিলো যে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চ পর্য্যায়ের আদেশে কোভিড-১৯ চিকিত্সার জন্য রিজেন্টের সাথে তারা চুক্তি করেছিল। মন্ত্রণালয় থেকে তাদের এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হলে ডাঃ আজাদ প্রাক্তন স্বাস্থ্য সচিব আসাদুল ইসলামের নাম প্রকাশিত করেন। দৈনিক প্রেস ব্রিফিংয়ে, ডাঃ আজাদ করোনা সংক্রমণ দেশে আরও “দুই থেকে তিন বছর” অব্যাহত থাকতে পারে মত প্রকাশ করে প্রচণ্ড সমালোচনার মুখে পড়লে পরের দিন তিনি ক্ষমা চেয়ে বলেছিলেন, অনলাইন ব্রিফিংয়ে তিনি যে স্ক্রিপ্টটি পড়ছিলেন তা “তাড়াতাড়ি প্রস্তুত” করা হয়েছিল এবং সে হিসাবে তিনি “প্রকাশ্যে যাওয়ার আগে এর বিষয়বস্তু সাবধানতার সাথে পর্যালোচনা করতে পারেননি” এই বক্তব্য অনেকের নিকট দায়িত্ত্বজ্ঞানহীনতা হিসাবে প্রতীয়মান হয়। তিনি তখন এও বলেছিলেন যে একটি সফল ভ্যাকসিন তৈরি করা এবং পর্যাপ্ত সংখ্যক রোগীর শরীরে সাফল্যের সাথে প্রয়োগ না করা পর্যন্ত করোনভাইরাসটি অস্তিত্বশীল থাকবে, যার জন্য দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় লাগতে পারে। ডাঃ আবুল কালাম আজাদ ২০১৬ সালের ১লা মার্চ মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে এই অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পরিচালক ছিলেন। তার কার্য্যকালের মেয়াদ অতিক্রান্ত হলে সরকার তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বর্ধিত করে। আগামী বছর এপ্রিলের মাঝামাঝি সময় পর্য্যন্ত তার চুক্তির মেয়াদ থাকা অবস্থায় তিনি পদত্যাগ করলেন। ডাঃ আজাদ ১৯৮৩ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৯০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। ২০০১ সালে তিনি অধ্যাপক হন।�প্রসঙ্গতঃ উল্লেখযোগ্য যে, বাংলাদেশে এই ধরনের কর্তাব্যাক্তির পদত্যাগের ঘটনা বিরল। বাংলাদেশে দুর্নীতি সার্বজনীন তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর দুর্নীতিতে অগ্রগামী থাকার কথা জণসাধারণ্যে প্রচারিত হয়েছে বারে বারে। আমাদের বুঝতে হবে পদত্যাগ কোন সমাধান নয়, এই পদত্যাগের মধ্য দিয়ে রাতারাতি আলাউদ্দিনের আশ্চর্য্য প্রদীপ হাতে নিয়ে কেউ এসে সকল দুর্নীতির মূলোৎপাটন ঘটাবে সেটা আশা করাও বৃথা। এই পদত্যাগের মাধ্যমে যদি আরও গতিশীল, সৎ, নূতন নেতৃত্ব আসার সম্ভাবনা থাকত তাহলে তাকে সাধুবাদ জানানো যেত। এছাড়া পদত্যাগ করে যদি সকল ব্যার্থতা আর দুর্নীতির কালো ইতিহাস সাদা হয়ে যায় তাহলে আগামীতে আরও ব্যর্থতা জাতির গলায় ঝুলবে। তাই এই মুহূর্তে সকলের দাবী হওয়া উচিত যে তার সকল সফলতা, ব্যর্থতা আর দুর্নীতির সুষ্ঠু তদন্ত করা হোক। যদি তার দুর্নীতি ও ব্যর্থতা প্রমাণিত হয় তাহলে তাকে শাস্তির আওতায় আনা হোক। তার দুর্নীতির প্রমাণ না পাওয়া গেলে সফলতা যদি থাকে তার জন্য তাকে পুরস্কৃত করা হোক। এছাড়া মন্ত্রণালয়ের অব্যাবস্থাপনা, ব্যার্থতা আর দুর্নীতিরও সুষ্ঠু তদন্ত হোক। এই মুহূর্তে কোভিড-১৯ আক্রান্ত, ব্যার্থ, বিপর্য্যস্ত স্বাস্থ্য ব্যাবস্থার হাল ধরার জন্য একজন সৎ, স্বপ্নদর্শী ও সুদক্ষ নেতা খুঁজে বের করাও সরকারের অন্যতম দায়িত্ব।

SHARE THIS ARTICLE