অভিবাসন প্রত্যাশী বাংলাদেশীদের নিয়ে সেমিনার করলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই)

এ,কে, আজাদ-আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল ২৭শে আগষ্ট রোজ মঙ্গলবারঅভিবাসন প্রত্যাশী বাংলাদেশীদের নিয়ে সেমিনার করলেন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই)। ডাবলিনের রেড কাউ হোটেলে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীদের সমস্যার কথাগুলো আইরিশ সরকারের কাছে পৌছানোর উদ্যোগ গ্রহণের জন্যই এই আয়োজন করা হয়।

জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার এর সভাপতিত্বে ও অনাব আনোয়ারুল হক আনোয়ারের উপস্থপনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনথিয়া ইউরোপীয়ান পার্লামেন্ট মেম্বার, আজাদ তালুকদার কাউন্সিলর লিমিরিক সিটি।

উপস্থিত ছিলেন জনাব মনিরুল ইসলাম, জনাব কাজী শাহ আলম, জনাব জাকারিয়া প্রধান, জনাব তাউস মিয়া, জনাব হামিদুল নাসির, জনাব মনির হোসাইন, জনাব সরোয়ার মোরশেদ, জনাব লোকমান হোসাইন, জনাব অভিবাসন প্রত্যাশীদের জন্য সরকারের সাথে লভিং ও ভিবিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়।

ডাঃ জিন্নুরাইন জায়গীরদার শুধু মাত্র অভিবাসন প্রত্যাশীদের জন্য নয়, আমাদের কমিউনিটির ভিতরে যে সকল সমস্যা আছে সকল সমস্যার কথাই ইউরোপীয়ান পার্লামেন্ট মেম্বারের কাছে তুলে ধরেন। তিনি বাংলাদের চলমান সমস্যা ও বিগত স্বৈরাচারী সরকারের কথা তুলে ধরেন এবং সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।


বক্তব্য রাখেন জনাব আজাদ তালুকদার, জনাব হামিদুল নাসির, জনাব জাকারিয়া প্রধান, সাদ্দাম হোসেন, জনাব কামাল উদ্দদিন, ইমরান শুভ, ইমরান আহমেদ, শফিক অনয়, শামীম আহমেদ, সৈয়দ কাইয়ুম আহমেদ প্রমূখ।

SHARE THIS ARTICLE