আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রন বর্তমানের প্রভাবশালী ধরন ডেল্টা এবং বিটার চেয়ে তিনগুণ বেশি পুনরায় সংক্রমণের ঝুঁকি তৈরি করেছে বলে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য সংস্থার একটি গ্রুপ জানিয়েছে।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ কমিউনিকেবল ডিজিজেস সহ সাউথ আফ্রিকান সেন্টার ফর এপিডেমিওলজিকাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিস বলেছে যে সাম্প্রতিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে যে, "আগে কোভিড আক্রান্ত হয়ে যাবার ফলে যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেই প্রতিরোধ ক্ষমতাকে অমিক্রন নামক কোভিডের নূতন ধরন সহজে অতিক্রম করে নূতন করে কোভিড সংক্রমণ করতে সক্ষম।"
দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য সংস্থাগুলির একটি দল medrix.org নামের একটি ইন্টার্নেট ভিত্তিক পত্রিকায় পিয়ার রিভিউ না হওয়া এই পরীক্ষার ফলাফল প্রকাশ করলে স্বাস্থ্য সংস্থা থেকে এই বিবৃতি প্রকাশিত হয়। মেড্রিক্স এ প্রকাশিত পরীক্ষার ফলাফল বিশেষজ্ঞ প্যানেল দ্বারা পরীক্ষা নিরীক্ষার পর এই তথ্যের সঠিকটা যাচাই করা হলেই শুধু কোন জার্নালে প্রকাশিত হয়। তাই এই ফলাফল এখনো সুনিশ্চিত নয়। তবে এই পরীক্ষায় টিকা প্রাপ্তদের ব্যাপারে কোন ঝুঁকি প্রকাশিত হয় নাই। তবে অনেকেই মনে করছেন যে, যেহেতু একবার কোভিড হওয়ার পর এই অমিক্রন পুনরায় সঙ্ক্রমণ করতে পারছে তাতে করে টিকার প্রতিরোধ ব্যাবস্থাকেও এই নূতন ধরন ভেঙ্গে দিতে পারে।
দক্ষিণ আফ্রিকায় গতকাল বৃহস্পতিবার একদিনে ১১,৫৩৫ জন নূতন রোগী শনাক্ত হয়েছেন। গত সপ্তাহের তুলনায় এই সংখ্যা প্রায় ৫ গুণ। তবে দক্ষিণ আফ্রিকা সূত্রে প্রকাশ যে, হাসপ্তালে রোগী ভর্তির সংখ্যা সেই হারে বাড়েনি। এই সংখ্যার মধ্যে ৭৫% শতাংশই অমিক্রন বোলএ জানা গেছে। বেশীর ভাগ্য সংক্রমণ গুইয়েটাং নামক জায়গায় হচ্ছে। সূত্র আরও জানিয়েছে যে, হাসপাতালে ভর্তির সংখ্যা ধীরে ধীরে বাড়লেও মারাত্নক আক্রান্তের সংখ্যা তেমন বাড়ে নাই।
এদিকে আয়ারল্যান্ডে গতকালের একদিনে কোভিড সঙ্কগ্রমনের সংখ্যা ছিল ৪, ১৬৩, হাসপাতালে ভর্তি ছিলেন ৫৪৫ জন আর ইনটেনসিভ কেয়ারে ছিলেন ১১৭ জন। এর আগের দিন সংক্রমণের সংখ্যা ছিল ৩, ৭৯৩। গত এক সপ্তাহে আয়ারল্যান্ডে কোভিডে মৃত্যুবরণ করেছেন ৫৫জন। ইতিমধ্যে আয়ারল্যান্ডে অমিক্রন নামক নূতন ধরনের কোভিডের একজন রোগী শনাক্ত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে অমিক্রন শনাক্ত করা গেছে। বিশেষ ব্যাবস্থা হিসাবে আয়ারল্যান্ড সরকার সকল ভ্রমণকারীর জন্য পি সি আর পরীক্ষা করা অত্যাবশ্যক করেছেন। এছাড়া গতকাল সংসদে হোটেল কোয়ারেন্টাইন বিল পাশ হয়েছে। এখন সেনেডে পাশ হলে আয়ারল্যান্ডে আগত সকল যাত্রিকে নিজ ব্যয়ে হোটেল কিংবা বাসায় কোরেন্টাইনে থাকতে হবে।