আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকটে আবারো ইউরোপে প্রবাসী বাংলাদেশীদের পাশে দাঁড়ালো। প্যারিসে আয়েবার সদর দফতরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, প্যারিসে করোনার প্রকোপ শুরু হলে সবার মতোই প্রবাসী বাংলাদেশিরা ঘরবন্দি হয়ে পড়েন, সরকারি সহযোগিতা কিংবা কাজ না থাকায় অনেকেই আর্থিক এবং খাদ্যকষ্টে পড়লে আয়েবা তাদের পাশে দাঁড়ান। বিভিন্ন ব্যক্তি ও পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করে আয়েবা। আয়েবা’র উদ্যোগে একটি আইসোলেশন সেন্টার খোলা হয় যেখানে প্রবাসী বাংলাদেশীরা প্রয়োজনীয় আইসোলেশন সেবা গ্রহণ করেন। ইতিমধ্যে বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে আয়েবা উদ্যোগ গ্রহণ করে।
বাংলাদেশ দূতাবাস প্যারিসের সহযোগিতায় প্রথম দফায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ২৪৭ জন প্রবাসীকে প্যারিসে ফিরিয়ে আনার ব্যাবস্থা করা হয়। দ্বিতীয় দফায় অপর একটি বিশেষ ফ্লাইটে আরও ১৯০ জন প্রবাসী বাংলাদেশিকে শীঘ্রই ফিরিয়ে আনার ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগেও আয়েবা ইউরোপের বিভিন্ন দেশে অনিয়মিত হয়ে পড়া অভিবাসীদের বৈধতার দাবি নিয়ে ব্রাসেলসে ইউরোপিয়ান প্রধান দফতর, ইউরোপের বিভিন্ন দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে। প্রেস ব্রিফিং এ আয়েবা’র পক্ষ থেকে মহাসচিব জনাব কাজী এনায়েতুল্লাহ ছাড়াও উপস্থিত ছিলেন সহসভাপতি ফকরুল আকম সেলিম ও আহমেদ ফিরোজ, যুগ্ম মহাসচিব শরিফ আল মোমিন, সাংস্কৃতিক সম্পাদক জনাব এমদাদুল হক স্বপন, কার্য্যনির্বাহী সদস্য তাপস বড়ুয়া ও টি এম রেজা।