
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ডাবলিনের রেডকাউ মোরান হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের দ্বিবার্ষীকি সম্মেলন। আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি ছিল নজর কাড়ার মতো। সংগঠনে প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুররাইন জায়গীরদারের সভাপতিত্বে, সেক্রেটারী জেনারেল জনাব আনোয়ারুল হক আনোয়ারের উপস্থাপনায় পবিত্র কোরআন তিলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুররাইন জায়গীরদার। তিনি আগত অতিথিদের স্বাগত জানান এবং দ্বিবার্ষিকী সম্মেলনের গুরুত্ব আরোপ করেন। এরপর সংগঠনের সেক্রেটারী জেনারেল জনাব আনোয়ারুল হক আনোয়ার প্রায় আড়াই বছরের আবাই-এর বর্তমান কার্যকরী পরিষদের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন।
যা নিন্মে তুলে ধরা হলোঃ
























প্রতিবেদন প্রকাশের পর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও উপদেষ্টা কমিমিটির সদস্যবৃন্দ নিজেরাই পুণরায় সকলের কাছে পরিচিত হোন। উপদেষ্টা কমিমিটির সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আবদুল হক সাহেব, জনাব আজাদ তালুকদার, জনাব হামিদুল নাসির, জনাব জহিরুল ইসলাম জহির,জানার চুন্নু মাতবর, জনাব সাইফুল ইসলাম, জনাব ইকবাল মাহমুদ, জনাব রবিউল আলম, জনাব আব্দুল মুহিত, জনাব সাজেদুল ইসলাম, জনাব ঝিনুক আলী, জনাব তাজুল ইসলাম, জনাব তারেক সালেহ উদ্দিন, জনাব আকতার হোসেন এবং জাকির হোসেন।
উপস্থিত অতিথিবৃন্দের নিকট হতে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড এর গঠনতন্ত্রে সংযোজন বিয়োজন এর উপর পরামর্শ গ্রহণ করেন।