অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচনে প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন ও সেক্রেটারী আনোয়ার নির্বাচিত

এ,কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ পুরো একটি দেশের বাংলাদেশী কমিউনিটির একটি সংগঠন দুনিয়া জুড়ে বিরল। ঠিক এমনই একটি সংগঠন অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড। বহুল আলোচিত অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের ২য় সাধারন নির্বাচন গত ১১ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হয়।

উক্ত নির্বাচনে প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার ও সেক্রেটারী আনোয়া্রুল হক আনোয়ার নির্বাচিত হোন । উল্লেখ্য জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার ২য় বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হোন এবং জনাব আনোয়ার প্রথম সাধারন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

সকাল ৯টায় আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে ১৯টি ভোট কেন্দ্র ও ৪টি মোবাইল ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ব্যাতিত ভোট গ্রহন বিকেল ৫টা পর্যন্ত হয়। ভোট গ্রহণের পর প্রার্থীদের পুলিং এজেন্ট ও স্থানীয় ভোটারদের উপস্থিতে প্রতিটি কেন্দ্রে ভোট গণনা করা হয়। নির্বাচন কমিশন মধ্য রাতে ডাবলিনের রেড কাউ হোটেল থেকে সর্বশেষ ফলাফল ঘোষণা করে।

প্রেসিডেন্ট প্রার্থী জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার পান ১,২৬১ ভোট এবং উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব সৈয়দ মোস্তাফিজুর রহমান পান ১,২১২ ভোট।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব আনোয়ারুল হক (আনোয়ার) পান ১,৭১২ ভোট এবং উনার প্রতিদ্বন্দ্বী মোঃ সোলায়মান মিয়া রনি পান ৬০৬ ভোট। উল্লেখ্য এবারের নির্বাচনে জনাব আনোয়ার সর্বোচ্চ ভোট পান।

নির্বাচনের সম্পূর্ণ ফলাফল নিম্নে দেয়া হলঃ

পদের নামপ্রার্থীভোট সংখ্যাফলাফল
সভাপতিডাঃ জিন্নুরাইন জায়গীরদার১,২৬১জয়ী
সভাপতিসৈয়দ মোস্তাফিজুর রহমান১,২১২
সহ-সভাপতিআজিজুর রহমান (মাসুদ)১,২১৯জয়ী (১ম)
সহ-সভাপতিশাহীন রেজা১,১৩১জয়ী (২য়)
সহ-সভাপতিমনিরুল ইসলাম (মনির)১.১১৪জয়ী (৩য়)
সহ-সভাপতিকাজী শাহ আলম১,০৪৯জয়ী (৪র্থ)
সহ-সভাপতিজালাল আহমেদ ভুঁইয়া১,০৪২
সহ-সভাপতিমোঃ বদরুল ইসলাম৮০৯
সহ-সভাপতিমোঃ গোলাম নবী বাবুল৫৫২
সাধারণ সম্পাদকআনোয়ারুল হক (আনোয়ার)১,৭১২জয়ী
সাধারণ সম্পাদকমোঃ সোলায়মান মিয়া (রনি)৬০৬
যূগ্ন-সাধারণ সম্পাদকমাহমুদুল হাসান চৌধুরী সোহেল১,৪৫২জয়ী (১ম)
যূগ্ন-সাধারণ সম্পাদকএস এম হাসান১,১৫৯জয়ী (২য়)
যূগ্ন-সাধারণ সম্পাদকশাহ্‌ আজমল হোসেন৮২২
সাংগঠনিক সম্পাদকইনজামামুল হক জুয়েল১,২৭৯জয়ী
সাংগঠনিক সম্পাদকআলমগীর রাহিম১,০২১
সহ-সাংগঠনিক সম্পাদকমোঃ মতিউর রহমানবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী
সহ-সাংগঠনিক সম্পাদকআবদুল জলিলবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী
কোষাদক্ষমোহাম্মদ তাউছমিয়া তালুকদার১,২২৬জয়ী
কোষাদক্ষমোঃ আব্দুর রশিদ (সবুজ)৯২৬
সহ-কোষাদক্ষমজিবুল হক১,১৭৯জয়ী
সহ-কোষাদক্ষমোহাম্মদ সিদ্দিক৮৯৬
দপ্তর সম্পাদকমোঃ সারোয়ার মোরশেদবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী
প্রকাশনা সম্পাদককবির আহমদবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী
সহ-প্রকাশনা সম্পাদকজুবায়ের আহমেদবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী
সাংস্কৃতিক সম্পাদকতারেক মাহমুদ ইকবাল১,২৫৪জয়ী
সাংস্কৃতিক সম্পাদকদিলীপ কুমার বড়ুয়া৯১১
সহ-সাংস্কৃতিক সম্পাদকমোঃ শরিফুল আলম ভূঞা (জেনন)১,২০৬জয়ী
সহ-সাংস্কৃতিক সম্পাদকআভি অজিতাভ রয়১,০৭২
ক্রীড়া সম্পাদকরাব্বি খান১,১৬৯জয়ী
ক্রীড়া সম্পাদকমোতালেব হোসেন৯০৫
ধর্মীয় সম্পাদকমোজাম্মেল হক১,১২১জয়ী
ধর্মীয় সম্পাদকআল আমিন হোসেইন১,০৩১
সহ-ধর্মীয় সম্পাদকমোঃ লোকমান হোসেন১,৩৮৩জয়ী
সহ-ধর্মীয় সম্পাদকফিরোজ আহমেদ (হিরণ)৬১৩
মহিলা কল্যাণ সম্পাদিকামোসাম্মৎ শম্পা লিলিবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী
সহ-মহিলা কল্যাণ সম্পাদিকাশিরিন আক্তারবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী
আইটি সম্পাদকমোঃ ইউসুফ১,৩৯৯জয়ী
আইটি সম্পাদকমোঃ নজরুল ইসলাম৮৫৮
সমাজকল্যাণ সম্পাদকমজিবুর রহমান১,৪৮০জয়ী
সমাজকল্যাণ সম্পাদকমোঃ দুলাল আহমেদ৬২৬
শিক্ষা বিষয়ক সম্পাদকমোঃ রুহুল আমিনবিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী

প্রধান নির্বাচন কমিশনার জনাব আজাদ তালুকদার নির্বাচনে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। জনাব সৈয়দ মোস্তাফিজুর রহমান নিজের পরাজয় বরন করে নেন এবং যারা উনাকে ভোট দিয়েছেন সবাইকে তিনি ধন্যবাদ জানান।

No description available.

বিজয়ী প্রেসিডেন্ট জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার সর্বপ্রথম আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ার জন্য নির্বাচন কমিশন, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন মিডিয়া ও সকল ভোটাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকলকে নিয়ে সমাজের উন্নয়ন মূলক কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। আইরিশ বাংলা প্রেসক্লাব জনাব জিন্নুরাইন সাহেব ও মোস্তফিজুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

SHARE THIS ARTICLE