
আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের উদ্যেগে ডাবলিনের ক্লোনডাল্কিনে আইরিশ মুসলিম কালচারাল সেন্টারে প্রথম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করছেন Abai এর সভাপতি জনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার ও পরিচালনা করেন সহধর্ম বিষয়ক সম্পাদক জনাব লোকমান হোসেন।

সর্বোজনাব শামসুল হক সাহেব পবিত্র কোরআন সুন্নার আলোকে আলোচনা করেন। উপস্থিত ব্যাক্তি বর্গের কাছে পবিত্র কোরআন থেকে তফসীর করেন আইরিশ মুসলিম কালচারাল সেন্টারের খতিব জনাব আবদুল মান্নান সাহেব।

মাহফিলের প্রধান বক্তা ছিলেন ইংল্যান্ড থেকে আগত হাফেজ মাওলানা আনিছুর রহমান (ইমাম ও খতিব ইষ্ট লন্ডন মসজিদ ইউকে) । তিনি ঈমান, আকিদা, ইহকাল্,পরকাল, মুত্তাকি সম্পর্কে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে আলোচনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাবলিন সহ আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত বাংলাদেশী সম্মানিত ভাই ও বোনেরা এবং নব নির্বাচিত আবাই এর সম্মানিত সদস্যবৃন্দ। সর্বজনাব ডাঃ জিন্নুরাইন জায়গীরদার সবাইকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন সকলের সহযোগীতায় অল বাংলাদেশী এসোসিয়েশন অফ আয়ারল্যান্ড (আবাই) সব সময় কমিউনিটির পাশে থাকবে।

ওয়াজ মাহফিল শেষে নৈশভোজের আয়োজন করা হয়।