এ,কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ অশ্রুসিক্ত ভারাকান্ত হৃদয়ে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা গত সোমবার দুপুর ২ ঘটিকায় চির বিদায় জানানো হয় কর্কের জুয়েল মিয়া ও গলওয়ের আইনুল হককে। কেউ জানে না কার মৃত্যু কখন হবে? তবুও মেনে নিতে আয়ারল্যান্ড প্রবাসী বাংলাদেশীরা কর্ক নিবাসী আয়ারল্যান্ড জুয়েল মিয়ার (৩৮) মৃত্যুকে।
উল্লেখ্য তিনি গত ১০ জুলাই ২০২০ ইং শুক্রবার বিকেল ৮ ঘটিকার সময় ডাবলিনের জেমস হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি গত একবছর যাবত ক্যান্সার রোগে ভোগছেন।
মিয়া জনাব জুয়েল মিয়া টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা উত্তর পাড়া গ্রামে জন্ম গ্রহন করেন। পিতা মরহুম জালাল উদ্দিন মাষ্টার। গত ১৬ বছর যাবত তিনি আয়ারল্যান্ডে স্বপরিবারে বসবাস করছেন। মরহুম জুয়েলের ৫ভাই দুই বোন। বড় ভাই হুমায়ুন খালিদ, মেঝভাই নজরুল ইসলাম ও দুই বোন কর্ক বসবাস করছেন। মা ও ছোট দুইভাই বাংলাদেশে অবস্থান করছেন। মৃত্যু কালে স্ত্রী ও ৩ জন শিশু কন্যা রেখে গেছেন।
গতকাল সোমবার বাদ যোহর কর্ক ইসলামিক সেন্টারে বিপুল সংখ্যক মুসলমানের উপস্থিতিতে মরহুম জুয়েল মিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেন্ট জেমস কবরাস্থানে উনাকে সমাহিত করা হয়। আয়ারল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক কমিউনিটি ব্যাক্তিবর্গসহ প্রবাসী বাংলাদেশিরা নামাজে জানাজায় অংশ গ্রহন করেন।
মরহুমের বড় ভাই হুমায়ুন খালিদ, মেঝভাই নজরুল ইসলাম উপস্থিত সকলের কাছে মরহুমের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেন। মরহুমের কাছে কারো দেনা পাওনা থাকলে তাদের সাথে যোগাযোগ করার অনুরোধ করেন। জুয়েল মিয়ার মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।