অস্ট্রেলিয়ায় প্রবল বর্ষণে আকস্মিক বন্যা

আইরিশ বাংলাপোষ্ট অনলাইন ডেস্কঃ অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রবল বর্ষণের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে। বন্যার পানি থেকে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বড় সড়কগুলো বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।

আকস্মিক এ বন্যাকে ‘জীবনের জন্য হুমকিস্বরূপ’ বলে সতর্কবাণী দিয়েছে দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

নিউ সাউথ ওয়েলসের নিম্নাঞ্চলের অধিবাসীদের বাসা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলের আশ্রয়কেন্দ্রগুলোতে কয়েকশো লোক আশ্রয় নিয়েছেন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিডনিতে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এবং শহরের পশ্চিমে ব্লু মাউন্টেইন্স অঞ্চলে বৃষ্টি হতে পারে তিনশো মিলিমিটার পর্যন্ত।

আবহাওয়াবিদ আগাতা ইমিলস্কা স্থানীয় প্রবল বর্ষণ ও তীব্র বাতাসের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘বিপজ্জনক পরিস্থিতি’ সম্পর্কে জনগণের সতর্ক হওয়া উচিত যা যে কোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে।

তিনি বলেন, ‘আপনার যদি ভ্রমণের দরকার না হয়, যদি আপনার আজ বাইরে যেতে না হয়, তাহলে আজ হলো বাসায় থাকার দিন।’

সামনের দিনগুলোতে আরও ঝড় আসবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

SHARE THIS ARTICLE