আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেছেন তৈমুর আলম খন্দকার।
শুক্রবার রাতে রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুরের পক্ষে প্রধান নির্বাচনী এজেন্ট এটিএম কামাল এ অভিযোগে আটটি বিষয় উল্লেখ করেন।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, স্বতন্ত্র মেয়রপ্রার্থী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দিয়েছেন। এটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগেও আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেওয়া হলেও ব্যবস্থা নেওয়া হয়নি দাবি করে এটিএম কামাল জানান, “এবারও অভিযোগ দিয়েছি, দেখা যাক কী ব্যবস্থা নেয় ইসি।“
অভিযোগে বলা হয়, আইভীর নৌকা প্রতীকের পক্ষে প্রতিটি ওয়ার্ডে নির্ধারিত সময় দুপুর ২টার আগে থেকে মাইকিং করা হচ্ছে।
দ্বিতীয় অভিযোগে দাবি করা হয়, স্বতন্ত্র মেয়রপ্রার্থী তৈমুরের হাতি প্রতীকের পোস্টার নৌকা প্রতীকের পক্ষের লোকজন ছিড়েছে।
লক্ষ্মী নারায়ণ আখড়া, বন্দর খেয়াঘাট ও নিতাইগঞ্জসহ প্রায় ২০টি স্থানে রাস্তার ওপর বড় বড় নৌকা প্রতীকের তোরণ-গেট আলোকসজ্জাসহ নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়া অভিযোগে দাবি করা হয়, পাইকপাড়া শাহ সুজা রোডে তিনটি নৌকা প্রতীকের ক্যাম্প নির্মাণ করা হয়েছে।
নির্বাচন কমিশনারের নিয়ম না মেনে ফেস্টুন তৈরি করে শহরের বিভিন্ন স্থানে লাগানো হয়েছে।
আইভী মেয়র না হওয়ার পরও পুলিশ প্রটোকলে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
অপরদিকে শুক্রবার নবীগঞ্জে ২৩ নম্বর ওয়ার্ডের কাবিলের মোড়ে জনসভা করার জন্য বড় করে স্টেজ নির্মাণ করেছে এবং সিটি করপোরেশনের কর্মচারীদের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম চালানো হচ্ছে; যা আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে লিখিত অভিযোগে বলা হয়েছে।