আইরিশ প্রধান মন্ত্রী মিঃ লিও ভারাদকার ঈদের শুভেচ্ছা জানালেন (ভিডিও)

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আইরিশ প্রধান মন্ত্রী মিঃ লিও ভারাদকার আয়ারল্যান্ডে বসবাসরত সকল মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা জানালেন।
ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন কভিড-১৯ মহামারী পরিস্থিতিতে আয়ারল্যান্ডে বসবাসরত অনেক ধর্মপ্রাণ মুসলমানেরা ফ্রন্ট লাইনে কাজ করছে এবং সারাদিন উপবাস করে রোজা পালন করছেন। একদিকে কর্তব্য পালন অন্য দিকে উদ্বেগ – উৎকণ্ঠার মধ্য দিয়ে রমজান মাসের সংযম সাধন, এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি আয়ারল্যান্ডের মুসলিম অভিবাসীদের। ” ঈদ মোবারক”।

SHARE THIS ARTICLE