আইরিশ বাংলাদেশী সোসাইটির সহযোগিতায় ছিন্নমূলদের কম্বল বিতরণ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল আইরিশ বাংলাদেশী সোসাইটি (আইবিএস)।


আইরিশ বাংলাদেশী সোসাইটি (আইবিএস)-এর অর্থায়নে দেশব্যাপী শীতার্তদের কম্বল বিতরণের কর্মসূচি রাজধানীতে শুরু হয়েছে। গত ২৫ জানুয়ারি ২০২১ দুপুরে রাজধানীর রামপুরায় ছিন্নমূলদের কম্বল বিতরণের মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করা হয়। বক্তারা আয়ারল্যান্ডে অবস্থিত প্রবাসীদের প্রশংসা করে বলেন, প্রবাসীরা বাংলাদেশের উন্নয়নসারথী। দেশ এগিয়ে চলেছে প্রবাসীদের রেমিট্যান্সে। এ প্রবাসীরা নিজের কষ্টের পয়সা দিয়ে দেশ গড়বার জন্য এগিয়ে এসেছে। অভাবগ্রস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে তারা নিজেদের ভালোবাসার পরিচয় দিয়েছেন।
প্রধান অতিথির আলোচনায় আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনূন বলেন, আইরিশ ভাইয়েরা এবার কম্বল বিতরণের মাধ্যমে দেশের ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন। আমরা প্রবাসী ভাইদের কষ্ট বুঝি। কষ্টের রোজগারের টাকায় দেশের মানুষের সেবায় নিয়োজিত হওয়া অবশ্যই গৌরবের। আমরা তাদের কল্যাণ চাই।
প্রাক্তন ফুড ইন্সপেক্টর শাহ সাইয়েদুল ইসলাম আইরিশ প্রবাসী হামিদুল নাসিরের প্রশংসা করে বলেন, নাসির এবং তার বন্ধুবান্ধবদের উদ্যোগে এমন ভালো উদ্যোগের আমি প্রশংসা করি ধন্যবাদ জানান।
এ ছাড়াও বক্তৃতা করেন শীলন বাংলাদেশ-এর প্রেসিডেন্ট ও কথাসাহিত্যিক মাসউদুল কাদির, সমাজসেবক শাহীন খন্দকার। স্বাগত ভাষণ দেন ছড়াশিল্পী শরিফ হাসানাত। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি আদিল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা আহমাদ সিরাজী, আমিরবাগ ফাউন্ডেশন হবিগঞ্জের উপদেষ্টা মুহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক শেখ মহিবুল তানিম, চেয়ার কিং পরিচালক শাওয়াল মিয়া, মুফতি আনওয়ার আমির। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ইয়ুথ ভিশন বাংলাদেশ। জনাব হামিদুল নাসির বলেন, করোনা মহামারী থেকে মুক্তি লাভে সদকা স্বরুপ আয়ারল্যান্ড বসবাসকারী অনেক দানশীল মানুষ অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমি সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। ইয়ুথ ভিষন বাংলাদেশের এক ঝাক তরুন কবি, সাহিত্যিক, অত্যান্ত পরিশ্রম করে ঢাকার আনাছে কানাছে ঘুরে ঘুরে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের মধ্যে স্বচ্ছাশ্রমে বিরতরন করার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। এই সদকার জন্য যেন আল্লাহ তায়ালা আয়ারল্যান্ড বসবাসকারী সকল মানুষকে যেন হেফাজত করে।। পরে প্রবাসীদের জন্য দুআর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় ।
এছাড়া মালিবাগ সদরঘাট কমলাপুর হাইকোর্ট সৈয়দপুর হবিগঞ্জ, নোয়াখালী, ব্রাক্ষ্মনবাড়িয়াতে দেওয়া হয়েছে। জনাব হামিদুল নাসির আইরিশ বাংলাপোষ্টকে বলেন, সকলের সহযোগীতা পেলে বাংলাদেশের দুঃস্থ ও আর্তমানবতার কাজে আইরিশ বাংলাদেশী সোসাইটি সবসময় অগ্রণী ভুমিকা রাখবে।

SHARE THIS ARTICLE