আইরিশ বাংলা এসোসিয়েশন অব ডোনেগালের প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল ও পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত ২৫ ডিসেম্বর রোজ রবিবার বিকাল ৩ ঘটিকার সময় আয়ারল্যান্ডের কাউন্টি ডোনেগালের আইরিশ বাংলা এসোসিয়েশন অব ডোনেগাল এর উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ক্বারী হোসাইন আহমেদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

তিন পর্বের অনুষ্টানে প্রথমে আলোচনা সভা এসোসিয়েশনের সাধারন সম্পাদক জনাব সাঈদ আহমেদের পরিচালনায় এবং এসোসিয়েশনের সভাপতি জনাব মুহিব আজাদের সভাপতিত্বে শুরু হয়। সভায় বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা প্রভাষক আব্দুস সহিদ ও লুৎফুর রহমান। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আবাই এর ট্রেজারার জনাব তাউছ মিয়া তালুকদার। বেলফাস্ট থেকে আগত বিশিস্ট ব্যবসায়ী জনাব আহমদ আলী ও আলা উদ্দিন।

No description available.

২য় পর্বে ইসলামী আলোচনায় অংশ নেন জনাব মৌলানা ক্বারী এনাম মিয়া মুহাদ্দিস,গহরপুর,বাংলাদেশ। জনাব ডাঃ আব্দুর রহমান , উপদেষ্টা জনাব মৌলানা তাজুল ইসলাম । ৩য় পর্বে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। সর্বোপরি নৈশভোজ আয়োজন শেষে জনাব মুহিব আজাদ কে সভাপতি ও সাঈদ আহমদকে সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ পাটুয়ারী কে সাংগঠনিক সম্পাদক করে এসোসিয়েশনের ৩৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি এবং ৪ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ ঘোষনা করা হয়। সব শেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। নিম্নে পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি তুলে ধরা হলো। সভাপতি :জনাব মুহিব আজাদ সহ-সভাপতি :জনাব বেলাল উদ্দিন জনাব আমিনুল হক জনাব আব্দুস শহীদ জনাব আলা মিয়া জনাব ফারুক মিয়া জনাব শাহীন আহমদ সাধারণ সম্পাদক :জনাব সাঈদ আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক :জনাব সেলিম উদ্দিন ক্বারী হুসাইন আহমদ শাহজাহান আহমেদ সাংগঠনিক সম্পাদক : জনাব আবদুল্লাহ পাটোয়ারি সহ-সাংগঠনিক সম্পাদক:মাহদী আহমেদ তানিম অর্থ সম্পাদক :জনাব গোলাম জাকারিয়া প্রচার সম্পাদক :নাসিম আহমেদ সহ-প্রচার সম্পাদক:তামিম আহমদ দপ্তর সম্পাদক :মোঃ আসাদুজ্জামান সহ দপ্তর সম্পাদক :ইফতেখার হাসান সামি শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক:সাইদুল ইসলাম সাঈদ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক :রাজু আহমেদ ক্রীড়া সম্পাদক :কাউসার আহমেদ তথ্য ও গবেষণা সম্পাদক :শিপার আহমেদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক :শাহিন মিয়া চৌধুরী ধর্ম বিষয়ক সম্পাদক :হাফেজ নোমান বিন সাইফ মহিলা বিষয়ক সম্পাদিকা :তাহমিনা বেগম সহ মহিলা বিষয়ক সম্পাদিকা :রোকেয়া খানম কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ :জনাব আশরাফ হোসাইন জনাব তোফায়েল আহমদ জনাব হারুন মিয়া জনাব মিয়া ফারুক জনাব আব্দুর রউফ মাহরিম আহমদ মাহিদ হাফসা মুহিব আয়েশা বেগম হালিমা উদ্দিন

উপদেষ্টা পরিষদ : জনাব লুৎফুর রহমান জনাব প্রভাষক আব্দুস শহীদ জনাব মাওলানা তাজুল ইসলাম জনাব শোয়েব আহমদ। এবং আরো ২১ সদস্য বিশিস্ট একটি সাধারণ পরিষদের পরিচিতির মাধ্যমে “আইরিশ বাংলা অ্যাসোসিয়েশন অফ জোনেগাল” এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হলো।

বিপুল সংখ্যক মানুষের সমাগমের কারনে, অনুষ্টান চলাকালীন সময়ে অনেকেই দাঁড়িয়ে থেকে সম্পুর্ন অনুষ্টান উপভোগ করেছেন। এর জন্য আইরিশ বাংলা এসোসিয়েশন অব ডোনেগাল এর পক্ষ থেকে দূঃখ প্রকাশ করা হয়।

SHARE THIS ARTICLE