আইরিশ বাংলা টাইমসের উদ্যোগে ভার্চুয়াল দাবা প্রতিযোগীতা অনুষ্ঠিত

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গতকাল ৬ই ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হয়ে গেলো আইরিশ বাংলা টাইমস পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল দাবা প্রতিযোগিতা। দাবা প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ২০ জনের মত প্রতিযোগী অংশগ্রহণ করেন। ভার্চুয়াল এই দাবা প্রতিযোগিতা আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটির জন্য এই প্রথম। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক জনাব আব্দুর রহিম ভূঁইয়া উপস্থিত অতিথি, সহায়তাকারী এবং প্রতিযোগীদের পরিচয় করিয়ে দিয়ে সকলের অব্যাহত সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটিতে বিগত এক বছর থেকে একটি সংবাদপত্র তিনি পরিচালনা করে আসছেন, আজ এই পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করতে পেরে তিনি আনন্দিত। বিশেষ করে কোভিড মহামারীর এই সময়ে লক ডাউনে ঘরে থেকে সকলেই ক্লান্ত, এই অবস্থায় অনলাইন ভিত্তিক এই দাবা প্রতিযোগিতা সকলের ক্লান্তি দূর করতে সহায়ক হবে বলে তিনি আশা ব্যাক্ত করেন। প্রতিযোগিতার আয়োজন করাটা সহজ ছিলনা তবে অনেকের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা এই প্রতিযোগিতাকে সফলতা দান করেছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ডাঃ জিন্নুরাইন জায়গীরদার, জনাব সৈয়দ মুস্তাফিজুর রহমান, জনাব জাহিদ মুমিন চৌধুরী এবং জনাব কাজী কবির। প্রতিযোগিতায় প্রথম হন জনাব মুস্তাকিম, দ্বিতীয় হন জনাব পারওয়ার, তৃতীয় স্থান অর্জন করেন ডাঃ নাশিদ এবং চতুর্থ স্থান অর্জন করেন জনাব ওয়াহিদ ফরহাদ। প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার ছিল হেলিকপ্টার ভ্রমনের ২টি টিকেট, দ্বিতীয় পুরষ্কার ছিল ৪ জনের জন্য পেইন্ট বোলিং খেলার পাস, তৃতীয় পুরষ্কার ছিল ১টি গো-কার্ট রেইসিং খেলার পাস আর চতুর্থ পুরষ্কার ছিল ২টি পেইন্ট বোলিং খেলার পাস সেই সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য ২০২১ সালের ক্যালেন্ডার।

আইরিশ বাংলাপোষ্টের পক্ষ থেকে আইরিশ বাংলা টাইমস পত্রিকার প্রথম বর্ষপূর্তিতে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা।

SHARE THIS ARTICLE