আইরিশ বাংলা টাইমস একাডেমীর আরবি শিক্ষা কোর্সের প্রথম পর্ব সমাপ্তি অনুষ্ঠান

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ গত রোববার আইরিশ বাংলা টাইমস একাডেমীর উদ্যোগে পরিচালিত ভার্চুয়াল কোরানিক আরবি শিক্ষা কোর্সের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হলো। মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী অনুষ্ঠিত এই কার্য্যক্রমের প্রথম পর্বের সফল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট লন্ডন মসজিদের খতিব জনাব আবুল হুসেইন খান।

অনুষ্ঠান পরিচালনা করেন আইরিশ বাংলা টাইমস পত্রিকার সম্পাদক জনাব আব্দুর রহিম। অনুষ্ঠানের সূচনায় বক্তব্য রাখেন মৌলানা আবুল হুসেইন খান। তার বক্তব্যের প্রথম শিরোনাম ছিল “ইলম এবং আমল” এবং দ্বিতীয় শিরোনাম ছিল “কোর’আন”। তিনি কোরআন ও হাদিসের আলোকে জ্ঞানার্জনের গুরুত্ব তুলে ধরে সেই অনুযায়ী জীবন পরিচালনার কথা বলেন। কোরআন সম্পর্কে তিনি এই পুস্তকের পাঠ, অধ্যয়ন এবং গবেষণার উপর গুরুত্ব আরোপ করে মূল কোরআন লাওহে মাহফুজে অবস্থিত আছে বলে কোরআনের সূত্র উত্থাপন করেন।

উপস্থিত অতিথি ডাঃ জিন্নুরাইন জায়গীরদার বলেন, কোরআন বোঝা আমাদের জন্য অত্যন্ত গুরুত্ত্বপূর্ন তাই আইরিশ বাংলা টাইমস একাডেমী কোরানিক আরবি শিক্ষা কোর্স পরিচালনা করছে এটা অত্যন্ত সৌভাগ্যের। তিনি বলেন, এধরনের কোর্সকে সার্বজনীন করা উচিত এবং সম্ভাব্য সকলের এই কোর্সে যুক্ত হওয়ার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি নিজে এই কোর্সে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন।

ক্লনডালকিন মসজিদের খতিব জনাব আব্দুল মান্নান বলেন, এই কোর্স সফল হোক এবং আমরা সকলেই কোরানের জ্ঞান অর্জন করে আমাদের নিজেদের জীবনে এই পুস্তকের শিক্ষাকে যেন প্রতিফলিত করতে পারি সেটাই বর্তমান সময়ের জন্য গুরুত্ত্বপূর্ন।

প্রধান অতিথি জনাব আবুল হোসেইন খান এই পর্য্যায়ে সকলকে অবগত করেন যে, জ্ঞানার্জনের জন্য বয়স কোন বাধা হতে পারেনা। তিনি বলেন, তার নিকট শিক্ষা নেয়া একজনের বয়স বর্তমানে ৯০ বছরের মত, ৬/৭ বছর আগে যখন তিনি প্রথম কোরান শিক্ষা শুরু করেন তখন তার আগ্রহ এবং পরিশ্রমের কারণে আজ তিনি কোরানের অর্থ বোঝার মত জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি আরও জানান যে, ৯০ বছরের এই যুবকের অধ্যয়নের সহায়তায় তিনি কোরানের বেশ কিছু শব্দ যা বাংলায় ব্যাবহৃত হয়ে আসছে সেগুলোকে লিপিবদ্ধ করে শীঘ্রই পুস্তক আকারে প্রকাশ করছেন। তিনি এই পুস্তকের একটি কপি এখানে প্রেরণের প্রস্তাব করেন।

পরিশেষে কোর্সের সাথে সম্পৃক্ত সর্বজনাব শাহাদত হোসেন খান, সাইফুজ্জামান খান তুহিন, মনিরুল ইসলাম, মশিউর রহমান, নুরুজ্জামান, মোহাম্মদ আমির আলি ও আরও কয়েকজন তাদের বক্তব্য উপস্থাপন করেন।

SHARE THIS ARTICLE