আজকাল চোখ খুলে ঘুমাই
কামরুননাহার রুনু
জীবনতো গণিত নয়, সূত্র ধরে কষতে হবে
যেমন জ্যোতিষীবিদ্যায় চলে না জীবন,তেমনি বলে কয়ে হয় না যাপন
প্রতি মুহূর্তে জন্ম হয় নতুন শব্দের, নতুন যুদ্ধের!
যাপনের তাগিদে-
অকস্মাৎ ছিটকে পড়তেই পারে সময়
ভেংচি কাটতেই পারে চৌরাস্তার বিজ্ঞাপন, আমিও কম যাই না বটে
হাঁপিয়ে যাইনি……. এই বলে চিৎকার করি
নিঃশ্বাস এবং সম্ভাবনা বুকে নিয়ে-
এই মৃত শহরে আমিই একমাত্র জেগে থাকি
তোমরা অণুতে ভাবো জীবন শেষ… আমি বলি
না না হিমযুগ এখনও আসেনি, যতোদিন বীজ থেকে ফলবে ফসল, যতোদিন
অঙ্কুরোদগম হবে নবীণ কিশোরের, যতোদিন সূচের সরুপথ বেয়ে
একটিমাত্র নকশিকাঁথার প্রস্তুতি বুনবে প্রহর, ততোদিন
আমি অনবরত জন্ম নিবো প্রতি প্রহরে বৃক্ষ হয়ে শক্ত চোয়ালে
উষ্ণতা ও তীব্র আকাঙ্ক্ষা নিয়ে-
শব্দ ও অক্ষরের আচড়ে নিরাশ্রয়ী আঙুলগুলোকে গড়ে তুলবো
একেকটি প্রতিবাদী কবিতা।
আমি প্রতিদিন জেগে থাকি এবং স্বপ্ন বুনি-
আড়ালে গেলেই নিরুদ্দেশ হবো, তাই আজকাল চোখ খুলে ঘুমাই।