আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আলোচিত বাংলাদেশী ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে ঢুকতে দেয়নি ব্রিটিশ হোম অফিস। জানা গেছে, মিজানুর রহমান আজহারী গত ২৬শে অক্টোবর মঙ্গলবার রাতে মালয়েশিয়া থেকে রওয়ানা করে বুধবার ভোরে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর যখন লন্ডনের ফ্লাইটে উঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখন সেখান থেকে তাঁর ব্রিটেনে আসার ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। জানা গেছে ব্রিটিশ হোম অফিস তাঁর ভিসা বাতিল করেছে। কেন শেষ সময়ে ভ্রমণরত অবস্থায় মধ্যপথে ভিসা বাতিল করা হলো তা জানা যায়নি।
মিজানুর রহমান আজহারি ‘আই অন টিভি’র আমন্ত্রণে লন্ডন আসছিলেন। আগামী ৩১শে অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। জানা গেছে, কাতার বিমান বন্দরেই বাতিল করা হয়েছে মিজানুর রহমান আজহারীর ব্রিটেন ভ্রমণের ভিসা।
এদিকে লন্ডনে আসতে গিয়ে কাতারে আটকে পড়া মাওলানা মিজানুর রহমান আজহারীর বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আবেদন করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের সময় দিয়েছেন কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো, সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। সেই হিসেবে সাপ্তাহিক ছুটি থাকায় মঙ্গলবারের আগে বিষয়টি সুরাহা হওয়ার সুযোগ নেই।
এদিকে, ব্রিটেনে যে অনুষ্ঠানে মিজানুর রহমান উপস্থিত থাকার কথা, সেই অনুষ্ঠান আয়োজক আইওন টিভি আপাতত অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে। লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। একই সাথে মাওলানা মিজানুর রহমান আজহারী ভালো আছেন এই সংবাদও তিনি দর্শকদের জানিয়ে দিয়েছেন।
তবে সর্বশেষ খবর অনুযায়ী, কাতার বিমানবন্দর থেকেই প্রায় দুই দিন ধরে চেষ্টা করা হয়েছে সমস্যা সমাধানের। ভিসা জটিলতা দেখা দেওয়ার পর তিনি ৯৬ ঘণ্টার জন্য ট্রানজিট ভিজিট ভিসা পান কাতারে।
জানা গেছে, মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে ব্রিটেনে আইওন টিভির আমন্ত্রণে আসছিলেন। রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৬টি শহরে ইসলামী বক্তব্যের আয়োজন করা হয় আইওন টিভির পক্ষ থেকে।
তবে আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন। আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন। ব্রিটিশ এমপি থেকে শুরু করে হোম অফিসসহ বিভিন্ন জায়গায় মিজানুর রহমান আজহারীর বিভিন্ন বক্তব্য যেখানে ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা হয়েছে, যেসব বক্তব্য ঘৃণা ছড়ায়-এমন সব ভিডিও পাঠানো হয়েছে।
যতটুকু জানা গেছে মিজানুর রহমান আজহারির বাড়ি ঢাকার ডেমরায়। তার বয়স ৩০ বছর। তিনি বাংলাদেশ থেকে দাখিল ও আলিম পরীক্ষায় ভালো ফলাফল করে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক বিষয়ে স্নাতক শেষ করেন এবং তারপর মালয়েশিয়ায় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছেন এবং পি এইচ ডি করছেন। তার এম ফিলের গবেষণার বিষয় ছিল “পবিত্র কোরানে মানুষের ভ্রূণ তত্ত্বঃ তান্তাউই জাওহারি ও জাগলুল নাজ্জারের ব্যাখ্যার তুলনামূলক বিশ্লেষণ (Human Embryology in the Holy Quran: A Comparative Analysis Between Tantawi Jawhari & Zagloul Najjar’s Interpretation” আর তার পি এইচ ডি গবেষণার বিষয় হচ্ছে “কোরানের আলোকে মানুষের আচরগত বৈশিষ্ট্যঃ বিশ্লেষণমূলক পরীক্ষা “Human Behavioural Characteristics in the Holy Quran: An Analytical Study”. Note that the medium of study for his MPhil and PhD was English.
তিনি একজন ভালো ইসলামি বক্তা হিসাবে দেশে বিদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন। তার কণ্ঠ ভালো এবং তিনি ভালো ইংরেজি বলতে পারেন। বক্তৃতার সময় তিনি গান, গজল, ইংরেজি, আরবি, বাংলা মিশ্রিত করে সুরে সুরে কথা বলেন বলে তিনি জনপ্রিয় বলে অনেকেই মনে করেন। তার সবচেয়ে উচ্চারিত শব্দ “ঠিক কি না”, তার বক্তৃতায় হাজারো বার উচ্চারিত হয়ে থাকে।
২০২০ সালের জানুয়ারি মাসে ১২ জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন।দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল একাধিকবার নিষিদ্ধ হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সাংসদ কর্তৃক দাবি করা হয়। একই সময়ে ‘‘ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক’’ বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে “বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট” বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেন।
তথ্যসূত্রঃ বি বি সি, উইকিপেডিয়া, আলজাজিরা, আই অন টিভি