আজান দেয়ারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন আব্দুল কুদ্দুছ

আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে আজান দেয়ারত অবস্থায় আব্দুল কুদ্দুছ নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। ইন্না নিল্লাহহে ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল কুদ্দুছ খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে মেঝের ওপর মুয়াজ্জিন লুটিয়ে পড়ে আছেন। পরে মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই। 

মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

SHARE THIS ARTICLE