আজ থেকে আয়ারল্যান্ডের কাউন্টি কিল্ডার,কাউন্টি অফলি ও কাউন্টি লিশ ফের লকডাউন

এ,কে, আজাদ – আইরিশ বাংলাপোষ্ট ডেস্কঃ আজ থেকে আয়ারল্যান্ডের কাউন্টি কিল্ডার,কাউন্টি অফলি ও কাউন্টি লিশ ফের লকডাউন দিয়েছেন আইরিশ সরকার। এই কাউন্টি গুলোতে মহামারি করোনা ভাইরাসের সংক্রামনের হার ফের বেড়ে যাওয়ায় দেশটির প্রধান মন্ত্রি মিহল মার্টিন জাতির উদ্দেশ্যে গতকাল সন্ধ্যায় বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে এই ঘোষনা দেন। গত রাত থেকেই এই লকডাউন কার্যকর করেছে। এই তিন কাউন্টির লোক অন্য কোন কাউন্টিতে যেতে পারবেন না। সরকারের অনুমতিক্রমে শুধু মাত্র ট্রাভাল ও জরুরী কাজে বাহিতে যেতে পারবে। এই কাউন্টি গুলোতে রেষ্টুরেন্ট, পাব, ক্যাফে, জিম,‌ সুইমিংপুল, থিয়েটার , মিউজিয়াম, গ্যালারী, বিঙ্গহল ও সিনেমা আগামী দুই সাপ্তাহের জন্য বন্ধ থাকবে। তবে খাবারের দোকান গুলোতে সীমিত পরিসরে টেকওয়ে ও ডেলিভারী সার্ভিস চালু থাকবে। দোকানগুলো তে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সকল প্রকার খেলাধুলা নিষিদ্ধ করা হয়েছে।
সুত্রঃ আরটিই নিউজ

SHARE THIS ARTICLE